E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে মোটর শ্রমিক নেতাকে মারপিটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

২০১৫ মার্চ ১৩ ১৫:১৭:২২
শেরপুরে মোটর শ্রমিক নেতাকে মারপিটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মোটর শ্রমিক নেতাকে মারপিটের প্রতিবাদে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ শ্রমিকেরা।

জানা গেছে, শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুরে ইটভাটায় কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসাহাক আলীকে মারপিট করে গুরুতর আহত করে। তার মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শ্রমিকেরা বেলা সাড়ে ১১টায় শেরপুর বাসষ্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় আধাঘন্টা অবরোধ চলাকালে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবরোধে মহাসড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন নেতৃবৃন্দ।

(এনএএম/এএস/মার্চ ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test