E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে কৃষককে কুপিয়ে হত্যা

২০১৫ মার্চ ২৫ ১৬:৫০:৩৭
বাগেরহাটে কৃষককে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সড়কির আঘাতে কৃষক আনোয়ার হোসেন (৫৫) নিহত হয়েছে। এসময়ে আহত হয়েছে আরও তিনজন। বুধবার দুপুরে দৈবজ্ঞহাটী ইউনিয়নের মিত্রডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, জমি নিয়ে এলাকার কাশেম-জাহিদ গ্রুপের সাথে কৃষক আনোয়ার হোসেনদের বিরোধ চলে আসছিল। দুপুরে আনোয়ার হোসেন তার লোকজন নিয়ে ওই জমি মেপে রাস্তায় ওঠার সাথে সাথেই ওৎ পেতে থাকা কাশেম-জাহিদ গ্রুপের লোকজন ডাল-সড়কি নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় কৃষক আনোয়ার হোসেন (৫৫), তার ভাই আব্দুর রশিদ(৪০), ওমর আলী (৬০) ও সোহাগ (২৫) আহত হয়।

আহতদের মধ্যে কৃষক আনোয়ার হোসেনকে আশংকাজনক অবস্থায় দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মুশফিকার শামস জানান, শরীরের বিভিন্ন স্থ্নে সড়কির আঘাতে হাসপাতালে আসার আগেই কৃষক আনোয়ারের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বুধবার দুপুরে একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আলীরবাজার এলাকায় ৫ বিঘা জমির একটি চিংড়ি ঘেরের বিরোধ নিয়ে মোকলেছ মোল্লা ও আলতাফ জজ গ্রুপে সাথে সংঘর্ষে নাসির মোল্ল্যা(২৫), মহিদুল মোল্লা(৩০),মোকছেদ মোল্লা(৫০), সেলিম মোল্লা(৪৫), শহিদুল মোল্লা(৩০), কুলসুম বিবি(৬০), পারভিন বেগম(৩০), নাসির জজ(৪০), আলতাফ হোসেন(৪৫) ও কামাল জজকে(১৮) মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(একে/এএস/মার্চ ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test