E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি

২০১৫ এপ্রিল ০২ ১৪:০৭:১৯
দুর্গাপুরে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বুধবার বিকেল চারটার দিকে শুরু হওয়া আধাঘন্টা ব্যাপি শিলাবৃষ্টি সহ আগাম কালবৈশাখী ঝড়ে উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে শীলা বৃষ্টি সহ বয়ে যাওয়া ঝড়ে চন্ডিগড় , বাকলজোড়া, কাকৈরগড়া ও বিরিশিরি ইউনিয়নের আংশিক কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান এ বছর উপজেলায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। এর মধ্যে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে শিলা বৃষ্ঠিতে ক্ষতি হয়েছে ,ধান ১০% বের হওয়াতে ক্ষতির পরিমান ১২০ হেক্টর। যার আর্থিক মূল্যে প্রায় এক কোটি টাকা। এ ছাড়া কুমরা ,তরমুজ, শাকসবজি আবাদ হয়েছে চারশত হেক্টর জমিতে এর মধ্যে ১০ হেক্টর জমির উৎপাদিত পন্য সম্পুর্ণভাবে বিনষ্ট হয়েছে যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ্য টাকা।
কৃষক অব্দাল হোসেন,অবনী কান্ত,আঃ মোতালেব,মোঃ ছোবাহান,শামীম আহাম্মেদ, জানিয়েছে দুই থেকে আড়াই শত গ্রাম ওজনের শিল পরায় ধানের ফুল পড়ে যাওয়ায় শত শত একর ধান এখন চিটায় পরিনত হবে । এ ছাড়া শিলের প্রভাবে ও ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

(এনএস/পিবি/এপ্রিল ০২,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test