E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ছেলের বিরুদ্ধে বাবাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

২০১৫ এপ্রিল ০৫ ১৭:২০:৪৫
ছেলের বিরুদ্ধে বাবাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

মাগুরা প্রতিনিধি : সম্পত্তি লিখে না দেয়ায় শালিখার সোনাকুড় গ্রামের এক বৃদ্ধ পিতাকে ঘরের মধ্যে আটকে রেখে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তারই ছেলে। এলাকাবাসী বয়োবৃদ্ধ পিতা মোকছেদ মোল্যা(৮০)কে উদ্ধার করে এবং পান্নু মোল্যা নামের কুলাঙ্গার সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখে শনিবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে।

মোকছেদ মোল্যা জানান, তার ৬ ছেলে-মেয়ে। ৪ ছেলের মধ্যে ২ ছেলে পিকুল মোল্যা ও মুরাদ মোল্যা মালয়েশিয়া থাকে। ২ মেয়ের বিয়ে হয়ে গেছে। পান্নুর অত্যাচারে বড় ছেলে নান্নু মোল্যা ২ বছর আগে বাড়ি ছেড়েছে। এখন শুধু নান্নু মোল্যাই বাড়িতে থাকে। সে প্রচন্ড বদ-গুন্ডা স্বভাবের ও বখাটে। ব্যবসা করার কথা বলে ২০১৩ সালে মোকছেদ মোল্যার কাছ থেকে ৯৬ শতক জমি লিখে নিয়ে বিক্রি করে দেয়। কিছুদিনের মধ্যে সব টাকা বাজে খরচ করে ফেলে পুনরায় জমি দেবার জন্য চাপ দিচ্ছিল পান্নু। উপায়ান্ত না দেখে তিনি বাকি সম্পত্তি অপর ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগ করে দেন। নিজের ভাগে রাখেন বসত বাড়ির মাত্র ৫৩ শতক জমি। যেহেতু পান্নু আগেই তার ভাগের অংশ লিখে নিয়েছে সে কারণে তাকে জমি দেয়া সম্ভব হয় নি। এতে সে ক্ষিপ্ত হয়ে ওঠে ও মোকছেদ মোল্যার নিজের নামে যে জমিটুকু আছে তা লিখে থাকে দিতে চাপ দেয়। কিন্তু তিনি তা লিখে না দেয়ায় শনিবার তাকে ঘরে আটকে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে ও পান্নু মোল্যাকে আটক করে পুলিশে সোপর্দ করে। দ্রুত এলাকাবাসী ছুটে আসায় তিনি বেঁচে গেছেন। নাইলে আগুনে পুড়ে মরতেন। শুধু তাই নয় ইতিপূর্বে আমাকে মেরে আমার মাজার হাড় ভেঙ্গে দিয়েছিল। ওর মাকে মেরে ২টি দাঁত ভেঙ্গে দিয়েছিলো।
মোকছেদ মোল্যার বড় ছেলে নান্নু মোল্যা অভিযোগ করেন, বাবার পক্ষে কথা বলায় ২ বছর আগে পান্নু তার হাত ভেঙ্গে পরিবারসহ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সামান্য ঘটনায় ধারালো অস্ত্র নিয়ে সে মারমুখি হওয়ায় ভয়ে তার সামনে কেউ যায় না। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েক দফা সালিশ হয়েছে। প্রতিবারই সে ক্ষমা চেয়ে এ ধরনের আচরন আর করবে না বলে জানিয়েছে। কিন্তু কিছুদিন পরেই আবার পুর্বের আকার ধারন করে। তিনি আরো জানান, স্বামীর অন্যায়ের প্রতিবাদ করায় পান্নু তার স্ত্রী লাকিকে ২ ছেলে মেয়েসহ বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
মোকছেদ মোল্যার স্ত্রী রিজিয়া বেগম, মেয়ে রেবেকা খাতুন, প্রতিবেশী জালাল মোল্যা, আকমল হোসেনসহ আরো অনেকের সাথে কথা বলে অভিযুক্ত পান্নুর বিরুদ্ধে ওইসব অভিযোগের সত্যতা মিলেছে।
অভিযুক্ত পান্নু জানায়- আমি কয়েক বছর ধরে বলে আসতেছি সম্পত্তি লিখে দিতে। তাতে আব্বা রাজি না হওয়ায় আমি আগুন ধরায়ছি। সম্পত্তি লিখে দিলে আমি আর কিছুই বলবোনানে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘এলাকাবাসীর খবরের ভিত্তিতে এস আই গোবিন্দ রায় ঘটনাস্থলে গিয়ে পান্নুকে আটক করে শনিবার সন্ধ্যায় থানায় নিয়ে আসে। ওই রাতেই তার বাবা মোকছেদ মোল্যা নিজে বাদি হয়ে পান্নুর বিরুদ্ধে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(ডিসি/পিবি/ এপ্রিল ০৫,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test