E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ঝড়ে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ও ডিস লাইন

২০১৫ এপ্রিল ০৫ ১৮:০২:১৮
গোবিন্দগঞ্জে ঝড়ে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ও ডিস লাইন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে শনিবার রাতে  বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্তসহ ক্ষেতের উঠতি ফসল, গাছপালার ব্যাপক ক্ষতি  হয়েছে। এছাড়াও বিদ্যুতের খুটি ভেঙ্গে এবং তার ছিড়ে উপজেলায় বিদ্যুৎ ও ডিস লাইন ব্যবস্থা লন্ডভন্ড  হয়ে পড়েছে।

রাতে এই ঝড়ে গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে এলাকার বিভিন্ন উঠতি ফসলসহ ভুট্টা, ধান ও কলা বাগান এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।

উপজেলা কৃষি অফিসার সাহেরা বানু ক্ষতি নির্নয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। সব থেকে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন শালমারার চেয়ারম্যান আমির হোসেন শামীম জানান, বগুড়া জেলার সীমান্তবর্তী হওয়ায় শনিবার রাতে বয়ে যাওয়া ঝড়ে শালমারা ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। মুক্তিযোদ্ধা অফিসসহ ৫০টি বাড়ি-ঘর বিধ্বস্ত ও হাজার হাজার গাছ-পালা ভেঙ্গে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।

(এসআরডি/এএস/এপ্রিল ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test