E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নববর্ষ উদযাপিত

২০১৫ এপ্রিল ১৪ ১৫:৪৮:৫৩
মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নববর্ষ উদযাপিত

মাগুরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার মাগুরায় পহেলা বৈশাখ-১৪২২ পালিত হয়েছে । এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়।

শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক মাহবুবর রহমান, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।অন্রদিকে শালিখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচী গ্রহন করা হয়। সকালে উপজেলা নির্বাহিকর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের সমস্ত বাজার প্রদক্ষিন করে। অতপর: পান্তা-ইলিশ খেয়ে দিনটি পালন করা হয়। দিনভর চলে মেলা। বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার এতিহ্যবাহি লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে মাগুরা জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, সারেগামা সংগীত নিকেতনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহরের নোমানী ময়দানসহ জেলার বিভিন্ন এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নাচ, গান, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এছাড়া মাগুরা জেলা সদর ও শালিখা উপজেলাসহ শ্রীপুর, মহম্মদপুর উপজেলায়ও পহেলা বৈশাখ পালন উপলক্ষে গরুর গাড়ির র‌্যালী, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

(ডিসি/পিবি/ এপ্রিল ১৪,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test