E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনন্দ-উচ্ছ্বাসে যশোরে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

২০১৫ এপ্রিল ১৫ ১৬:৪৪:৫১
আনন্দ-উচ্ছ্বাসে যশোরে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

যশোর প্রতিনিধি : মঙ্গলবার বাধ ভাঙ্গা উচ্ছ্বাস-আনন্দে যশোরে উদযাপিত হযেছে বাংলা নববর্ষ (১৪২২) পহেলা বৈশাখ। সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহরের বিভিন্ন স্থানে আয়োজন করেছে নাছ-গান, মিষ্টিমুখ অনুষ্ঠান ও পান্তা ইলিশের। শহরে সবচেয়ে বড় অনুষ্ঠানটি হচ্ছে পৌর পার্কে। সকাল ৬ টায় উদীচী যশোর এ আয়োজন করেছে। ‘মুক্ত মনের আলোকে, আঁধার কাটুক পলকে’ এ শ্লোগানকে সামনে রেখে উদীচী যশোর এবার উদযাপন করছে বাংলা নববর্ষ উদযাপনের চার দশক।

এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষ্যে শহরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। চারুপিঠ যশোর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্টানের আয়োজন করে। কালেক্টরেট চত্বর থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল নামে। সম্মিলিত সাংস্কৃতিক জোট সুত্রে জানাগেছে শহরের অন্তত ২৫টি স্পটে এবার বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সুষ্ঠু ভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বস্থা করা হয়েছে।

(জেডএইচ/পিবি/ এপ্রিল ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test