E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সাত জুয়াড়ি’র কারাদণ্ড

২০১৫ মে ১৬ ২০:২৪:১৯
বাগেরহাটে সাত জুয়াড়ি’র কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রার আসর থেকে শুক্রবার গভীর রাতে সাত জুয়াড়িকে ধরে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাটের নির্বাহী ম্যাজিট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের শহীদুল ইসলাম (৪৬), মো. ওবায়দুল ইসলাম (৩৫), চাঁন মাঝি (৩৫), একই উপজেলার চন্ডীপুর গ্রামের মনিরুজ্জামান (৪০), নাসির শেখ (৩৬) এবং পিরোজপুরের মধ্যে রাস্তা এলাকার শাহীন (৩৫) ও পশ্চিম শিকারপুর এলাকার উত্তম হালদার (৪০)।
বাগেরহাটের নির্বাহী ম্যাজিট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বলেন, মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকায় চলা যাত্রার আসরে জুয়া চলছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে সেখানে অভিযানে গিয়ে জুয়া খেলা অবস্থায় সাতজনকে হাতেনাতে ধরে ফেলি। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু নগদ টাকা ও জুয়ার গুটি উদ্ধার করা হয়। পরে তাদের ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(একে/পি/মে ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test