E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

২০১৫ মে ২৪ ১৭:১২:১০
শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছী হাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট সহ রেজিষ্ট্রেশন বিহীন ওষুধ বিক্রয়, প্রাচীন যুগের বাটখারা ব্যবহার ও লাইসেন্স বিহীন মোটরযান চালোনোর অভিযোগে আটজনের নিকট থেকে ২৮ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, রবিবার শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাইসহ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত উপজেলার তালগাছী হাটের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় রেজিষ্ট্রেশন বিহীন মুসলিম ফার্মাসিউটিক্যালস (ইউনানী) রাজশাহী বাংলাদেশ’র বিক্রয় প্রতিনিধি শাহজাদপুর উপজেলার মোঃ সাগরকে নিয়ম বর্হিভূত ভাবে ওষুধ ও যৌন উত্তেজক ট্যাবলেট মজমা করে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা, প্রাচীন যুগের বাটখারা ব্যবহারের অপরাধে সোলায়মান হোসেন, মকবুল হোসেন, হাজী গফুর সরকার, মধু পাল, নজরুল ইসলাম ও লাইসেন্স না থাকার অপরাধে তিনটি মোটরযানের চালকসহ আটজনকে আটহাজার টাকাসহ মোট প্রায় ২৮ হাজার জরিমানা করে আদায় করা হয়। একই সঙ্গে ওই সকল ব্যক্তিদেরকে ভবিষ্যতে উপরোক্ত অপরাধ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
(এঅারপি/পিবি/মে ২৪,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test