E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় ইউপি সদস্য পদে উপ-নির্বাচন

পরাজিতের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

২০১৫ মে ২৫ ২২:০৭:৫৭
পরাজিতের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার পদে উপ-নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় ফলাফল ঘোষণা শেষে পরাজিত ২ প্রার্থীর সমথর্কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এদের নাম জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২ রাউন্ড গুলি বর্ষন করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মজির উদ্দিন কিছুদিন আগে দুর্বৃত্তের হামলায় নিহত হন। মেম্বার পদ শূন্য হলে সোমবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। মেম্বার পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রিসাইডিং অফিসার মাসুদ করিম আনোয়ার হোসেনকে (প্রাপ্ত ভোট ৩৮৩) বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মখলিছুর রহমান (প্রাপ্ত ভোট ৩৬৪)।

ফলাফল ঘোষনার পরই কেন্দ্রের বাহিরে অবস্থানরত পরাজিত প্রার্থী জুয়েল আহমদ ও আব্দুর রহমান বাবুলের কর্মী সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন। নির্বাচনী কেন্দ্রে মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ ২ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, ২ জন পরাজিত প্রার্থীর সমর্থক কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ দুই রাউন্ড সর্টগানের গুলি বর্ষন করে।

(এলএস/পিএস/মে ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test