E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারপ্রাপ্ত’র ভারে নুয়ে পড়েছে বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা!

২০১৫ মে ২৬ ১৭:২৩:২৩
ভারপ্রাপ্ত’র ভারে নুয়ে পড়েছে বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভারপ্রাপ্ত’র ভারে নুয়ে পড়েছে বরিশালের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলায় ৮৬টি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকলেও তারা স্ব-স্ব দায়িত্ব পালন করে বাড়তি দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন।

এ সুযোগে তাদের অধীনে কমপক্ষে ২ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান চলছে শিক্ষকদের খেয়াল খুশিমতো। একইভাবে বরিশাল বিভাগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গুরুত্বপূর্ণ পদগুলো বছরের পর বছর শূন্য থাকায় প্রশাসনিক কর্মকাণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে। শূন্যতা পূরণে চলছে শুধু চিঠি চালাচালি।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় ২শ ৫৩টি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদের মধ্যে কর্মরত রয়েছেন ১শ ৬৭ জন। বছরের পর বছর যাবত শূন্য রয়েছে ৮৬টি পদ। এজন্য বর্তমানে দায়িত্বরত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শূন্য পদগুলোর দায়িত্ব দেয়া হয়েছে। ৮৬ জন তাদের স্ব-স্ব দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

একাধিক সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, এক একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে রয়েছে ১৫ থেকে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ভারপ্রাপ্ত হিসেবে আরও ওই সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হয়। এতে করে নিজেদের দায়িত্বে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সব কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পরিদর্শণ শেষে ভারপ্রাপ্তের দায়িত্ব সেভাবে তারা পালন করতে পারছেন না। এ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য থেকে শুরু করে অভিভাবক এমনকি কিছু শিক্ষকও অভিযোগ দিচ্ছেন। বেশিরভাগ অভিযোগ হচ্ছে শিক্ষকরা তাদের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাতে করে ওই সব স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এমনকি প্রতি বছর সেখানকার শিক্ষার্থী সংখ্যাও হ্রাস পাচ্ছে। এ জন্য যত দ্রুত সম্ভব শূন্য পদ পূরণে সরকারের কাছে দাবি জানান তারা।

তা ছাড়া দীর্ঘদিন ধরে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ১৮টি পদের মধ্যে ৪টি পদ শূন্য। মনিটরিং কর্মকর্তার ৬টি পদের মধ্যে একটি পদ শূন্য। সহকারী মনিটরিং ৬টি পদের মধ্যে ৫টি পদই শূন্য। শুধু পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং পদের কর্মকর্তা কর্মরত আছেন। ৬ জেলার ৪২ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মধ্যে ৩৫ জন কর্মকর্তা কর্মরত থাকলেও ৭ উপজেলা এখনও শূন্য। ওই সব উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এমনকি ৬ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মধ্যে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটিও শূন্য।

বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধিকাংশ গুরুত্বপূর্ণ পদ শূন্যের ব্যাপারে বিভাগীয় শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মাহবুব এলাহী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তা ছাড়া শূন্য পদ পূরণের পুরো বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। লোকাল কর্তৃপক্ষের এ বিষয় কোনো হস্তক্ষেপ নেই। পদগুলো পূরণে বারবার চিঠি দেয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

(টিবি/এএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test