E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় এসএসসি পরীক্ষায় ফলাফলের শীর্ষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়

২০১৫ মে ৩০ ১৬:৪২:৪১
লোহাগড়ায় এসএসসি পরীক্ষায় ফলাফলের শীর্ষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :  নড়াইলের লোহাগড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল সাফল্যজনক। প্রতি বছরের ন্যায় এ বছরও ফলাফলের শীর্ষে রয়েছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৭৬ জন পরীক্ষা দিয়ে ১৭০ জন পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪৫ জন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি কেন্দ্রের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুয়ায়ী দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪২৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ২৬২ জন পাশ করেছে। ফেল করেছে ১৬৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৯জন। পাশের হার ৬১.৬৫%। দাখিল পরীক্ষায় জয়পুর আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে মোট ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৩৬০ জন পাশ করেছে। ফেল করেছে ২৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। পাশের হার ৮৪.০০%। ইতনা স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে মোট ২৩৫জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এর মধ্যে ১৭০ জন পাশ করে। ফেল করেছে ৬৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৭২.৩৪%। লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৬৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৫৭৬ জন পাশ করেছে। ৫৯ জন ফেল করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭২ জন। ফলাফল প্রকাশের পর থেকেই সাংবাদিকরা লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস ও লাহুড়িয়া পরীক্ষা কেন্দ্রের সচিবের সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফলাফল দিতে অপারগতা প্রকাশ করেছেন।
(আরএম/পিবি/মে ৩০,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test