E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পাসের হার ৭০.০৬ শতাংশ

২০১৫ আগস্ট ০৯ ১৮:০৩:৩৪
বরিশালে পাসের হার ৭০.০৬ শতাংশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ০৬ শতাংশ। গত বছর ছিল ৭১ দশমিক ৭৯ শতাংশ। এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৯ জন। গতবার পেয়েছিল ২ হাজার ২২৫ জন।

রবিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মোতালেব হাওলাদার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩০১টি কলেজ থেকে ৫৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৯৭জন। পরীক্ষায় অংশগ্রহণ করা ২৮ হাজার ৩০৫জন ছেলের মধ্যে কৃতকার্য হয়েছে ১৮ হাজার ৯৭৮ জন এবং ২৭ হাজার ৪৯৯ জন মেয়ের মধ্যে ২০ হাজার ১১৯ জন মেয়ে কৃতকার্য হয়েছে। মোট ১ হাজার ৩১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৬৬০ জন এবং মেয়ে ৬৫৯ জন। পাসের হারে মেয়েরা ৭৩ দশমিক ১৬ ও ছেলেরা ৬৭ দশমিক ০৫।
শতভাগ পাশ ॥ বরিশাল ক্যাডেট কলেজের ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাশের তালিকায় রয়েছে-নাজিরপুর উপজেলার শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়, সেরঙ্গল হাইস্কুল এন্ড কলেজ, নগরীর জগদ্বীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ এবং গলাচিপা উপজেলার পানপট্টি কলেজ।

পাঁচটি কলেজের কেউ পাস করেনি
এ বছর এ বোর্ডের অধীনে ৫টি কলেজের কেউ পাস করেনি। কলেজগুলো হলো-বরগুনার বেতাগীর চান্দুখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাথরঘাটার কাকছিড়া মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, দুমকির নাসিমা কেরামত আলী মহিলা কলেজ, মির্জাগঞ্জ কলেজ এবং ভান্ডারিয়া বেহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।

(টিবি/এএস/আগস্ট ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test