E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটায় অগ্নিকান্ডে দুইটি হোটেলসহ ছয়টি প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

২০১৫ আগস্ট ১৯ ১৪:৪২:০১
কুয়াকাটায় অগ্নিকান্ডে দুইটি হোটেলসহ ছয়টি প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে দুইটি আবাসিক হোটেল, দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুইটি বসত ঘর ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৪ জন আহত হয়েছে। পুড়ে যাওয়া হোটেল দুটি হলো হোটেল পানকৌড়ি ও হোটেল রিয়াজ। এছাড়া অগ্নিকান্ডে হোটেল সংলগ্ন জসিম ষ্টোর, রাজ্জাক কসমেটিকস ও দুটি বসত ঘর পুড়ে গেছে।

হোটেল রিয়াজের মালিক আঃ রাজ্জাক দালাল সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুটি হোটেলে অন্তত ৬০টি কক্ষ ছিলো। তবে হোটেলে পর্যটক না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, কুয়াকাটায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় লোকজনের চেষ্টায় তাঁরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। কি কারণে আগুনের সূত্রপাত বিষয়টি তদন্ত করে দেখছেন।

উল্লেখ্য, গত ১০ আগষ্ট হোটেল রিয়াজ এর পাশে ডা. আজিজ মীরের ঘরে আগুন লেগে চারটি ঘর ভস্মিভূত হয়েছিল।

(এমকেআর/এলপিবি/আগস্ট ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test