E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

২০১৫ আগস্ট ২৬ ২০:১০:১২
বাউফলে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি : বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামে বাকপ্রতিবন্ধী খাদিজা বেগম (৩০) নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। স্থানীয় কয়েকজন মিলে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আবুল মাতবরের ছেলে দুই সন্তানের জনক হাসান মাতবরকে (৩৭) আটক করে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গৃহবধূর শাশুড়ি ফুলভানু জানান, সোমবার রাতে একই এলাকার আবুল মাতবরের ছেলে হাসান মাতবর তার পুত্রবধূ ঢাকার একটি স্কুলের ভ্যানগাড়ি চালক আ. জব্বারের স্ত্রী এক সন্তানের জননী বাকপ্রতিবন্ধী ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই ঘরে গৃবধূর তিন বছর বয়সী এক শিশু সন্তান ছাড়া আর কোন লোকজন ছিল না। মঙ্গলবার বাউফল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে বিষয়টি জানতে পান তিনি। স্থানীয় লোকজন জানতে পেরে হাসানকে আটক করে বুধবার সকালে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে অভিযুক্ত হাসান মাতবরের ছোট ভাই কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আলামিন সাজনো ও উদ্দেশ্যমূলক দাবী করে বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে আমার ভাইকে ঘর থেকে আওয়ামী লীগের সমার্থক স্থানীয় কয়েকজন মিলে চরমিয়াজান আওয়ামী লীগ অফিসে ধরে এনে ২০হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় মারধর করে ধর্ষণের নাটক সাজিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইলিয়াস সাংবাদিকদের জানান, ‘পরীক্ষার জন্য ওই গৃহবধুকে পটুয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে জানতে বাউফল থানার অসি আ জ ম মাসুদুজ্জামানকে মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেন নি। তবে এসআই হুমায়ুন তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়ে বলেন, ‘স্থানীয়রা ধর্ষণের অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ করেছে।’

(এমএবি/পি/অাগস্ট ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test