E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় গণপিটুনিতে দুই দস্যু নিহত

২০১৫ সেপ্টেম্বর ১৪ ২১:৩৮:০২
সাতক্ষীরায় গণপিটুনিতে দুই দস্যু নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের পারসেমারি গ্রামে দুই ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন । সোমবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে ।  পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে ।
গ্রামবাসী ও পুলিশ বলছে তারা চিহ্ণিত জলদস্যু ।  

নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের পারসেমারি গ্রামের ইউনুস আলির ছেলে হযরত আলি ( ৩০) এবং একই গ্রামের ইয়াকুব গাজির ছেলে ওবায়দুল্লাহ( ৩৫)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এনামুল হক জানান ‘ সুন্দরবনের জলদস্যু নুরী বাহিনীর দুই সদস্য হযরত ও ওবায়দুল্লাহ বহুদিন পর আজ রাতের আঁধারে বাড়িতে ঢোকে । এ খবর জানাজানি হলে গ্রামবাসী তাদের ঘেরাও করে ’। তিনি জানান দস্যুরা গুলি করে জনতাকে প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয় । গ্রামবাসী তাদেরকে গনপিটুনি দেয় । এতে ঘটনাস্থলেই মারা যান হযরত ও ওবায়দুল্লাহ ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান তারা সুন্দরবনে ডাকাতি করতো । তাদের বিরুদ্ধে কয়েকটি দস্যুতা ও খুন খারাবির অভিযোগ রয়েছে থানায়। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে ।

লাশ দুটি থানায় রাখা হয়েছে । আজ মঙ্গলবার লাশ দুটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।


(আরএনকে/এসসি/সেপ্টেম্বর১৪,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test