E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে কোচের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ,আহত ৩০

২০১৫ সেপ্টেম্বর ১৬ ১৭:৫৫:৫৪
পীরগঞ্জে কোচের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ,আহত ৩০

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে দু’টি ডে-কোচের মুখোমূখী সংঘর্ষে  জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার সয়েকপুর (শাহ্ ইসমাইল গাজী (রঃ) কোল্ড ষ্টোরেজ) এর কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী ডে-কোচ আদর এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-ব-১৪-৮৫৭৩) ও রংপুর থেকে ঢাকাগামী নাবিল ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৬) রংপুর-ঢাকা মহাসড়কের সয়েকপুর নামকস্থানে পৌছে। এ সময় নাবিল পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আদর এন্টারপ্রাইজকে ধাক্কা দিয়ে মহাসড়ক সংলগ্ন শহিদুল ইসলাম ও সিদ্দিকুল ইসলামের বাড়িতে ঢুকে দুটি অটোভ্যানের উপর দিয়ে আবারো মহাসড়কের উপরে চলে এসে পুনরায় আদর এন্টারপ্রাইজকে ধাক্কা দেয়।

পৃথক পৃথক সংঘর্ষের মুখে পড়ে আদর পরিবহনটির যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। ঘটনাস্থলেই রংপুরের মিঠাপুকুরের ফরমুদেরপাড়ার আব্দুর রউফ মিয়ার পুত্র শরিফুল ইসলাম (১৮) মারা যায়।

এরপর আহত ৩২ জনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অজ্ঞাতনামা ১ যুবক মারা যায়। গুরুতর আহত ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার, ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড এস এম গোলাম কিবরিয়া, ওসি ইসরাইল হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করে।


(জিকেবি/এসসি/সেপ্টেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test