E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় শুরু হলো তিনশ’ বছরের গুড়পুকুর মেলা

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৮:৫৮:২৩
সাতক্ষীরায় শুরু হলো তিনশ’ বছরের গুড়পুকুর মেলা

সাতক্ষীরা প্রতনিধি : প্রতিবছরের মতো  এবারও সর্পদেবী মনসা  ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে  সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী প্রাণহীন গুড়পুকুর মেলা।

শুক্রবার সকাল ৯টায় শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় বসেছে এই মেলা। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহতেশামুল হক এ মেলা উদ্বোধন করেন ।

তবে গুড়পুকুর মেলার মূল আকর্ষন ‘কলমের বৃক্ষ’ বেচাকেনা এখনও শুরু হয়নি। ১৫ দিনব্যাপী এই মেলা জমে উঠতে আরও ক’দিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতি বছর শেষ ভাদ্রে এই মেলা বসে। এক সময় শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বসে শত শত দোকান পাট। জেলার বাইরে ছাড়াও বিদেশ থেকে আসত পসারিরা। গ্রামীণ লোকজ ঐতিহ্যের পসরা সাজিয়ে চলত বেচাকেনা। তিনশ’ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন রক্সি সিনেমা ও স্টেডিয়ামের সার্কাস প্যাণ্ডেলে ভয়াবহ বোমা হামলার ঘটনার পর থেকে কয়েক বছর মেলা বন্ধ ছিল । এ হামলায় তিনজন মারা যায়। আহত হয় দেড় শতাধিক নারী , পুরুষ ও শিশু। এদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন।

দীর্ঘদিন এ মেলা বন্ধ থাকলেও ২০১১ সাল থেকে তা ফের চালু হয়। তবে মেলার সেই ঐতিহ্য আর নেই বলে জানিয়েছেন জেলা মন্দির সমিতির সহ সভাপতি গোষ্ঠ বিহারী মণ্ডল। তিনি বলেন মেলার সেই প্রাণময় দিনগুলি আর নেই। এ মেলা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পৌরসভা বা প্রশাসনের উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেই। উপরন্তু মেলার মূল স্থানের পাশের জায়গা একের পর এক বেদদখল করেছে প্রভাবশালীরা।

(ওএস/এসসি/সেপ্টেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test