E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

২০১৫ অক্টোবর ০৩ ১১:০৩:২৯
সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

সিলেট প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক সেনা কর্মকর্তাসহ ৫ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী মুর্শেদা বেগম (৪০) ও সেনা কর্মকর্তা আবু সালেহ। তবে ঘটনাস্থলে নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৮৩১৯) যাত্রীবাহী একটি বাস আউশকান্দি-শেরপুর এলাকার মধ্যবর্তীস্থান জালালপুর এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বাসটির অর্ধেক অংশ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন নারীসহ তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ, তাঁর স্ত্রী মুর্শেদা বেগম, মেয়ে মীম, কাজের মেয়ে মনোয়ারা বেগম ও সেনা কর্মকর্তা আবু সালেহকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে আসার পর অন্তঃসত্ত্বা মুর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎধীন অবস্থায় মারা যান সেনা কর্মকর্তা আবু সালেহ। হতাহতদের সবাই হানিফ পরিবহনের যাত্রী।

ঘটনাস্থলে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই হুমায়ুন কবীর।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test