E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় দাস কেবল নেটওয়ার্কের কন্ট্রোলরুম জবরদখলের হুমকি!

২০১৫ অক্টোবর ১২ ১৮:০৯:৫২
নওগাঁয় দাস কেবল নেটওয়ার্কের কন্ট্রোলরুম জবরদখলের হুমকি!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের সংখ্যালঘুর প্রাচীনতম ডিস কন্ট্রোলরুম “দাস কেবল নেটওয়ার্ক” জবর দখলের হুমকি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, ওই নেটওয়ার্কের মালিক বিশিষ্ট ব্যবসায়ী নিশিকান্ত দাসকে প্রাননাশেরও হুমকি অব্যাহত রাখা হয়েছে।

এমন ঘটনায় জানমালের নিরাপত্তার দাবিতে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে থানায় জিডি করায় প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে নিশিকান্তর সোনারপট্টির দোকানে চড়াও হওয়ার চেষ্টা করলে স্থানীয লোকজন তা প্রতিহত করে। তারা যাবার সময় নিশিকান্তকে হাসপাতালের সিট বুক করে রাখার হুংকার দিয়ে যায়।

অভিযোগে জানা গেছে, দাস কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী নিশিকান্ত দাস ব্যবসায়িক লোকসানের মুখে পড়ে সম্প্রতি নিজের কন্ট্রোলরুমের কার্যক্রম বন্ধ করে দিয়ে একই শহরের ‘ড্রিম কমিউনিকেশন সিস্টেম’ থেকে ফিড নিয়ে গ্রাহকদের সংযোগ সরবরাহ বহাল রাখেন। এতে অপর নেটওয়ার্কের মালিক বাঙ্গাবাড়িয়া মহল্লার মাহবুবুর রহমান জন ও কাজির মোড়ের মাহমুদুল হক দুলাল ওই সংযোগ বাদ দিয়ে তাদের কাছ থেকে সংযোগ নেয়ার দাবী জানায়। তাদের এই প্রস্তাবে রাজি না হলে শনিবার দুপুরে জন ও দুলালের নেতৃত্বে শহরের চিহিৃত ৫/৬ জন যুবক শহরের সোনাপট্টি এলাকায় নিশিকান্ত দাসকে অকথ্য ভাষায় গালিগালাজসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়।

এসময় তারা নিশিকান্তর কন্ট্রোলরুম ‘দাস কেবল নেটওয়ার্ক’ জবরদখলেরও হুমকি দেয়। এই হুমকি অব্যাহত রয়েছে বলে নিশিকান্ত দাস জানান। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। যার নং-৫২৩। ঘটনাটি শহরের সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে উত্তেজনাসহ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test