E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল লুট

২০১৫ অক্টোবর ২০ ১৬:০৩:৩৮
গোপালগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল লুট

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শহরের নবীনবাগের একটি ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার, প্রায় ৬ ভরি স্বর্ণাংলাকার, ৫ টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় শিমশন বিশ্বাস নামে এক ব্যাক্তিকে পিটিয়ে আহত করা হয়।

বাড়ির মালিক সোনালী ব্যাংকের কর্মকর্তার আমিনুর রহমানের স্ত্রী সুলতানা রহমান মিনা জানান, গত রাত ৩ টার দিকে আমার বাসাসহ অপর দুই ভাড়াটিয়ার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাতদল আমার বাসার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। প্রথমে আমার বাসায় ঢুকে আমাকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণাংলঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। পরে আমাকে দিয়ে অপর দুই ভাড়াটিয়াকে ডেকে ওঠায়। ওই দুই বাসা থেকেও নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। ওই দুই বাসা গোপালগঞ্জ সদর হাসপাতালে কর্মরত নার্স সুচিত্রা বিশ্বাস ও বিথী রায় ভাড়া থাকেন।

গৃহকর্তি সুলতানা জামানের ভাই খোন্দকার রহিজ রেজা জানিয়েছেন, বিগত ৩ বছর আগে এ বাসায় ডাকাতির ঘটনা ঘটেছিলো। তখন থানায় জিডি নেয়া হয়। কিন্তু, তখন লুট হওয়া কোন মালামাল আজ পর্যন্ত উদ্ধার হয়নি।

গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এটা কোন ডাকাতির ঘটনা নয়, বড় ধরনের চুরি ঘটনা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এমএইচএম/এএস/অক্টোবর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test