E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে পদ্মার চরাঞ্চলে দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০১৫ অক্টোবর ২৯ ১৫:৫০:১৪
শরীয়তপুরে পদ্মার চরাঞ্চলে দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার অবহেলিত পদ্মার চরাঞ্চল নওয়াপাড়ায় সমৃদ্ধি, উন্নয়ন, সূধী সমাবেশ ও বিনা মুল্যে চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) এর আর্থিক সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) বুধবার দিনব্যাপী নওয়া পাড়া পাবলিক স্কুল মাঠে এই মেলার আয়োজন করে। 

নিজেকে সাবলম্বী করে গড়ে তোলার বিভিন্ন উপায় এলাকার মানুষের সামনে তুলে ধরতে মেলায় প্রায় বিভিন্ন বিষয় ভিত্তিক ৫০টি প্রদর্শনী স্টল বসানো হয়। বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত চলা এই মেলায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার ধারনা নেন। মেডিক্যাল কেম্পের মাধ্যমে এলাকার গরিব অসহায় ৫ শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। পরে সুধী সমাবেস অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য শওকত আলীর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পি কে এস এফ এর সভাপতি কাজী খালীকুজ্জমান আহম্মদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পি কে এস এফ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডঃ জসীম উদ্দিন, সমৃদ্ধি কর্মসুচির মহা-ব্যবস্থাপক মোঃ মশিয়ার রহমান, শরীয়তপুরের স্থানীয় সরকার ব্যাবস্থার উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উন্নয় সমিতি নুসার নির্বাহী পরিচালক, মাজেদা শওকত আলী, নুসার নির্বাহী সদস্য ডাঃ খালেদ শওকত আলী, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী।

এসময় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষা ও আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মুখী কর্মসূচী পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর মাধ্যমে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।

(কেএনআই/এএস/অক্টোবর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test