E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৌর নির্বাচন

মাগুরায় আবারো মুখোমুখি কাফুর-টুটুল

২০১৫ ডিসেম্বর ০৩ ১২:২৯:১৪
মাগুরায় আবারো মুখোমুখি কাফুর-টুটুল

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌর-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন খুরশিদ হায়দার টুটুল। অন্যদিকে বিএনপি থেকে প্রার্থী করা হয়েছে ইকবাল আকতার খান কাফুরকে। আড়াই বছর আগে অনুষ্ঠিত মাগুরা পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী হয়ে পরস্পরের মুখোমুখি হয়েছিলেন এই দুই প্রার্থী। জমজমাট ওই উপ-নির্বাচনে বিজয়ী হয়েছিলেন কাফুর। বিদ্রোহী  প্রার্থী ও দলের এক অংশের প্রকাশ্য বিরোধিতার কারনে নিকটতম প্রতিদ্ধন্দি হয়ে পরাজিত হন টুটুল।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলতাফ হোসেনের মৃত্যুর পর গত ২০১৩ সালের ৬ মে ওই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু টুটুলের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতিকের চিঠি খুরশিদ হায়দার টুটুলকে দেওয়া হয়েছে। এর আগে মাগুরায় স্থানীয়ভাবে একক প্রার্থী নির্ধারণে সমঝোতা বৈঠক ব্যর্থ হলে টুটুলসহ মনোনয়ন প্রত্যাশী ৭ জনের নাম ঢাকায় পাঠানো হয় বলে জানান পঙ্কজ কুন্ডু।

জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শেলী কাফুররের দলীয় সমর্থন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শেলী জানান, জেলা বিএনপি’র কার্য-নির্বাহী সদস্য ইকবাল আকতার খান কাফুরকে কেন্দ্র থেকে আসন্ন মাগুরা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে।

আওয়ামীলীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল জেলা আওয়ামীলীগের সভাপতি ও মাগুরা পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আলতাফ হোসেনের পুত্র। আওয়ামীলীগের রাজনীতির পাশাপাশি ক্রিড়া সংগঠক হিসেবে পরিচিত টুটুল প্রায় দুই দশক ধরে জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে কাফুর পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পীকার তৎকালিন মুসলিমলীগের অন্যতম নেতা মসিউল আজমের পুত্র। তিনি জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা কমিটির কার্যনিবার্হী সদস্য।

তবে ব্যাক্তিগত পরিচিত ও ইমেজের পাশাপাশি এবার দুই প্রার্থী দলীয় প্রতিক নৌক এবং ধানের শীর্ষ নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন। যে কারনে সাধারণ ভোটাররা আসন্ন মাগুরা পৌর নির্বাচনে টুটুল ও ফাফুরের মধ্যে জমজমাট লড়াই হবে বলে মনে করছেন।

এক লাখ ১২ হাজার জনসংখ্যা অধ্যুষিত মাগুরা প্রথম শ্রেণীর পৌরসভার সীমানা ৪৪.৩৬ বর্গ কিলোমিটার। ভোটরসংখ্যা ৬৫ হাজার ৫৮৯ জন।

(ডিসি/এইচআর/ডিসেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test