E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টি অধিক গুরুত্বপূর্ণ

২০১৫ ডিসেম্বর ২৭ ১৯:০৪:৪৯
সিরাজগঞ্জে ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টি অধিক গুরুত্বপূর্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের ছয়টি পৌরসভার নির্বাচন উপলক্ষে ১৩৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসন ৬৩টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বাকিগুলোর মধ্যে ৩০টি গুরুত্বপূর্ণ এবং ৪৫টি কম গুরুত্বপূর্ণ (সাধারণ) হিসেবে চিহ্নিত  করা হয়েছে।

এদিকে এসকল কেন্দ্রে গোলযোগ বা বিশৃঙ্খলা না হয় সে জন্য বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তাগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
একই সঙ্গে সুষ্ঠ নির্বাচন দাবি করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে এসকল ভোট কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করার দাবী তোলা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, রায়গঞ্জ ও কাজীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌরসভার ২৫টি এবং কাজীপুরে ১০টি সবগুলো ভোটকেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিন্থিত করা হয়েছে। সিরাজগঞ্জ সদর পৌরসভার ৫২টি কেন্দ্রের মধ্যে ১০টি অধিক গুরুত্বপূর্ন ১৫টি গুরুত্বপূর্ণ ২৭টি সাধারন, রায়গঞ্জে ৯টির মধ্যে ৩টি অধিকগুরুত্বপূর্ণ ৬টি গুরুত্বপূর্ণ, বেলকুচিতে ২৫টির মধ্যে ৯টি অধিকগুৃেত্বপূর্ণ ৯টি গুরুত্বপূর্ণ এবং ৭টি সাধারন, উল্লাপাড়ায় ১৭টি কেন্দ্রের মধ্যে ৬টি অধিক গুরুত্বপূর্ণ ১১টি সাধারন ভোটকেন্দ্র হিসেবে চিন্থিত করা হয়েছে।

উল্লাপাড়া পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী বেলাল হোসেন বলেন, ভোটকেন্দ্র গুলো গুরুত্বপূর্ণ ভাষাটি সঠিক নয়। সবগুলোই ঝুকিপূর্ণ। কারন হিসেবে তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মি ও সমর্থকরা পূর্ব পরিকল্পিত ভাবে কেন্দ্র দখল করে তাদের সমর্থিত প্রার্থীর ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি তারা কেন্দ্রের ভিতরে তাদের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট থাকতে দেবেনা এই পরিকল্পনা করেছে। এমত অবস্থায় সুষ্ঠ ভোটের জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
বেলকুচি পৌরসভার বিএনপি প্রার্থী আল আমিন ভূইয়া (জামাল) বলেন, আওয়ামীলীগ দলীয় নেতাকর্মিরা ভোট কেন্দ্রে মেয়র পদে সরাসরি টেবিলের উপর ব্যালটে সিল মারা জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই তারা সাধারন ভোটারদেরকে জানিয়ে দিয়েছে এবং দিচ্ছে। এমত অবস্থায় বিশৃঙ্খলা হতে পারে এতে কোন সন্দেহ নেই। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য ইতিমধ্যেই আমি রিটানিং কর্মকর্তাসহ প্রশাসনকে জানিয়েছি।

বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া পৌরসভার আওয়ামীলীগ মেয়র প্রার্থী আশানূর বিশ্বাস, হালিমুল হক ও নজরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্র গুলো সম্পর্ণ প্রভাব মুক্ত। দলীয় কোন হস্তক্ষেপের প্রশ্নই উঠেনা। ইতিপূবে কোন নির্বাচনেই এসকল স্থানে কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি। যে কারনে ঝুকিপূর্ণ কোন কেন্দ্র আছে বলে মনে হয়না।

উল্লাপাড়ার পৌরসভার রিটানিং কর্মকর্তা সন্দ্বীব কুমার সকরার, বেলকুপি পৌরসভার রিটানিং কর্মকর্তা সাইফুল হাসান বলেন, পারিপার্শিকতার কথা বিবেচনায় এনে কেন্দ্রগুলোর শ্রেণী বিন্যাস করা হয়েছে। বিষয়গুলো অবগতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও শাহজাদপুর পৌরসভা রিটানিং কর্মকতা আব্দুর রহিম জানান, স্থানীয় ভাবে প্রার্থীদের অভিযোগ এবং এলাকাবাসীদের দেয়া তথ্যমতে ভোটকেন্দ্র গুলো অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিন্থিত করা হয়েছে। সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্বাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এগুলো নির্বাচন কমিশনের রুটিং ওয়ার্ক।

(এসএস/এস/ডিসেম্বর২৭,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test