E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যালয়ের জমি না দিয়েও এক রাজাকার দাতা সদস্য!

২০১৬ জানুয়ারি ০৮ ১৭:৫৩:৫৮
বিদ্যালয়ের জমি না দিয়েও এক রাজাকার দাতা সদস্য!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ে জমি না দিয়েও এক রাজাকার ও অপর এক রাজাকারের স্ত্রীকে দাতা সদস্য করায় ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করতে এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। উপজেলার সাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া আকন্দ দাতা সদস্যসহ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

৬ ভোটার তালিকায় ৪ জন দাতা সদস্যের মধ্যে সাল্টি গ্রামের রাজাকার মৌলভী তোফাজ্জল হোসেন ও একই গ্রামের রাজাকার সামছুল হকের স্ত্রী জোৎস্না বেগমকেও জমিদাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখিত ২ জনের নামে বিদ্যালয়ে কোন জমি না থাকায় তাদেরকে দাতা সদস্য বাতিল করে রুবেল মিয়া নামের এক অভিভাবক ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন।

দীর্ঘদিন ধরে ওই ২ জনকে বিদ্যালয়টিতে জমিদাতা সদস্য করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। আগামী ২০ জানুয়ারী বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটির নির্বাচন হতে যাচ্ছে। এ ব্যাপারে ইউএনও এসএম মাজহারুল ইসলাম বলেন- অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছি।

১৯৭১ সালে উপজেলার ভেন্ডাবাড়ী ডাক বাংলোয় স্থাপিত রাজাকার ক্যাম্পের ইনচার্জ ছিলেন মৌলভী তোফাজ্জল হোসেন এবং সামছুল হকও সেখানে রাজাকারের সদস্য ছিলেন বলে ওই ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলদার হোসেন সহ অনেকেই জানান।

(জিকেবি/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test