E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা ও ধানের শীষ প্রতীক পেতে মরিয়া মহাদেবপুরের দলীয় প্রার্থীরা!

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ১৩:২০:০৭
নৌকা ও ধানের শীষ প্রতীক পেতে মরিয়া মহাদেবপুরের দলীয় প্রার্থীরা!

নওগাঁ প্রতিনিধি : নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত নির্বাচনী তফসীল ঘোষনা না করলেও নওগার মহাদেবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও বিএনপির অর্ধ-শতাধিক চেয়ারম্যান প্রার্থী প্রচারনায় মাঠে নেমেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দান-অনুদান দেয়াসহ নিজ নিজ এলাকার দরিদ্র লোকজনের মাঝে শীত বস্ত্র বিতরন, এলাকা ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।

এব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম জানিয়েছেন, সারাদেশে সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলতি বছরের জুন মাসের মধ্যে পর্যায় ক্রমে শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।

তিনি আরো জানান, আগামী মার্চ থেকে জুন মাসের মধ্যেই নওগাঁ জেলার ১১ টি উপজেলার ৯৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির। আর এ নির্বাচন হবে দলীয় প্রতিকে। অপরদিকে দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় এ উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী হওয়ার জন্য মাঠে নেমেছেন। এতে দল দুটির ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা কোন প্রার্থীর পক্ষে মাঠে নামবেন, এনিয়ে দ্বিধাদন্দের মধ্যে পড়েছেন।

তবে তথ্য-অনুসন্ধান কালে উপজেলার চেরাগপুর, ভীমপুর ও উত্তরগ্রামসহ কয়েকটি ইউনিয়নের মাঠ পর্যায়ের বড় দুটি দলের নেতা-কর্মীরা বলছেন, দলীয় প্রতিক যে প্রার্থী পাবেন, তার পক্ষেই তারা ভোটের জন্য মাঠে নামবেন।

অপরদিকে এ উপজেলার ১০ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণার পাশাপাশি দলীয় প্রতিক পেতে দলের উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছেন। যদিও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দলীয় মনোনয়ন কে দিবে এ বিষয়ে সম্ভাব্য প্রার্থীরা এখনও রয়েছেন অন্ধকারে । তবে দলীয় প্রতিক পেতে বড় দুটি দলেরই চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাদের কাছে ইতোমধ্যেই দৌড়-ঝাঁপ শুরু করে দিয়েছেন। এক কথায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক নৌকা ও ধানের শীষ পেতে এক প্রকার এ উপজেলার ১০ টি ইউনিয়নের প্রায় অর্ধ-শতাধিক চেয়ারম্যান প্রার্থী মরিয়া হয়ে দৌড়-ঝাঁপ শুরু করে দিয়েছেন বল্লেই চলে।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মাঠে নেমেছেন এবং যাদের সম্ভাব্্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে তারা হলেন, মহাদেবপুর সদরঃ বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল ( বিএনপি), মোঃ রিয়াছাত হায়দার টগর ( বিএনপি) , মোঃ আক্কাস আলী ( বিএনপি), মাহফুজুর আহসান জুয়েল ( বিএনপি), মোঃ মাহবুবুর রহমান ধলু ( আওয়ামীলীগ), স.ম জাহাঙ্গীর আলম তোতা (আওয়ামীলীগ), এ্যাডভোকেট সামীউন্নবী শামীম (আওয়ামীলীগ) ও জিল্ল¬ুর রহমান (আওয়ামীলীগ। চেরাগপুরঃ বর্তামান চেয়ারম্যান, মোঃ এশরাক হোসেন মৃধা (বিএনপি), মোঃ হারুন-অর রশিদ হারুন ( বিএনপি), বদিউজ্জামান সবুজ (বিএনপি), শিবনাথ মিশ্র ( আওয়াীলীগ), রাম প্রসাদ কুন্ডু ( আওয়াীলীগ), খাজা আঃ ওয়াহেদ (আওয়ামীলীগ), মোঃ সাকলাইন আহম্মেদ তরফদার রকি (আওয়ামীলীগ) মতিউর রহমান (আওয়ামীলীগ) ও মোঃ আশেক এলাহী (আওয়ামীলীগ)। ভীমপুরঃ বর্তমান চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র ( বিএনপি), মোঃ আমজাদ হোসেন মন্ডল ( বিএনপি), মোঃ হাসান আলী মন্ডল (আওয়ামীলীগ), মোঃ ইনছের আলী ( আওয়ামীলীগ) ও হাসানুল ইসলাম ( স্বপন) তরফদার ( আওয়ামীলীগ) । হাতুরঃ বর্তমান চেয়ারম্যান মোঃ আকবর হোসেন মন্ডল ( আওয়ামীলীগ), শ্রী হিমান চন্দ্র বর্মন ( আওয়ামীলীগ), মোঃ এনামুল হক ( বিএনপি), মো সাইদুর রহমান ( বিএনপি) ও মোঃ আব্দুল মতিন( বিএনপি)। খাজুরঃ বর্তমান চেযারম্যান মোঃ বেলাল উদ্দীন মন্ডল ( আওয়ামীলীগ), মোঃ শফিকুল ইসলাম ( আওয়ামীলীগ), মোঃ আকরাম হোসেন ( আওয়ামীলীগ), মোঃ আরিফুল ইসলাম ( আওয়ামীলীগ), মোঃ গোলাম মোস্তফা ( বিএনপি), মোঃ খাইরুল ইসলাম ( বিএনপি) ও মোঃ রফিকুল ইসলাম ( বিএনপি)। চান্দাশঃ বর্তমান চেয়ারম্যান আব্দুর সাত্তার মাষ্টার ( বিএনপি), মোঃ সাইদুর রহমান ( বিএনপি), মোঃ মিজানুর রহমান ( বিএনপি), মোঃ আমজাদ হোসেন মৃধা ( আওয়ামীলীগ), মোঃ আব্দুর রশিদ মন্ডল সাত্তার ( আওয়ামীলীগ) ও মোঃ রিপন মন্ডল ( আওয়ামীলীগ)। রাইগাঃ বর্তমান চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম মুকুল ( বিএনপি), মোঃ শরিফুল ইসলাম ( বিএনপি), মোঃ মঞ্জুরুল আলম মজ্ঞু ( আওয়ামীলীগ) ও মোঃ আরিফুর রহমান ( আওয়ামীলীগ)। এনায়েতপুরঃ বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান ( আওয়ামীলীগ), মোঃ রফিকুল ইসলাম মুকুল ( আওয়ামীলীগ), সাহাদৎ হোসেন ( আওয়ামীলীগ), মো সামসুজ্জামান বাবু ( বিএনপি) ও মোঃ মোজাফ্ফর হোসেন ( বিএনপি)। সফাপুরঃ বর্তমান চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু ( বিএনপি), মোঃ সেকেন্দার আলী ( বিএনপি), মোঃ আবুল কালাম আজাদ ( বিএনপি), মোঃ মইনুল ইসলাম ( আওয়ামীলীগ), শ্রী গোবিন্দ চন্দ্র ( আওয়ামীলীগ) ও মোঃ আব্দুস সালাম ( আওয়ামীলীগ)। উত্তরগ্রামঃ বর্তমান চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল ( বিএনপি), মোঃ আবিদ সরকার ( বিএনপি), মোঃ নাসির উদ্দীন মন্ডল ( বিএনপি), সাংবাদিক মোঃ আজাদুল ইসলাম আজাদ ( বিএনপি), মোঃ আবু হাসান ( বিএনপি) ও শ্রী রনজিৎ কুমার কুন্ডু ( আওয়ামীলীগ) ।


(বিএম/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test