E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়ামতপুরের পাড়ইল ইউপি চেয়ারম্যান বরখাস্ত

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ১৬:২৬:৫৭
নিয়ামতপুরের পাড়ইল ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ধারা ৩৫(২) ক্ষমতা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গত ২ ফেব্রুয়ারি ৪৬.০০.০০০০.০১৭.২৭.০০৩.১৫-১০১ নং স্মারকে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিস একটি বরখাস্তের চিঠি পায়। তারই পরিপ্রেক্ষিতে বরিবার বেলা ৩টায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ধারা ৩৫ (২) মোতাবেক নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ০৫.৪৩.৬৪০০.০০০.০৩.০১৭.১৬-১৮২ স্মারকে নিয়ামতপুর উপজেলার ৬নং পাড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন।

পাড়ইল ইউপির চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্য বিভিন্ন রকমের দুর্নীতির কারণে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। তারই প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইপ-১ শাখা গত ২ ফেব্রুয়ারি পাড়ইল ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীকে বরখাস্ত করে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, পাড়ইল ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীকে বরখাস্তের চিঠি পেয়েছি। রবিবার থেকে পাড়ইল ইউপি চেয়ারম্যানের পদ শুন্য হয়েছে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test