E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৬:৪৯:০১
সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি : ঘনকুয়াশায় সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর মাদারীপুর শিবচরের কাওরাকান্দি-শিমুলিয়া নৌরুটে বুধবার সকাল ৯ টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।  দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই দেশের গুরুত্বপুর্ণ এ রুটের পদ্মা নদীতে ঘনকুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ বেড়ে মার্কিং ও সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে রাত ২ টা থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়।

এ সময় মাঝ পদ্মায় ৫ টিসহ এ রুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করতে বাধ্য হয়। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে নৈশ কোচসহ দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। এসময় কনকনে শীতে মাঝ নদী ও ঘাট এলাকায় আটকে পড়া যাত্রীরা অবর্ননীয় দুর্ভোগ পোহান।

বুধবার বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রকোপ কমতে থাকলে সকাল ৯ টার দিক ফেরি চলাচল শুরু হয়।

কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ঘনকুয়াশার কারণে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। সকালে ঘন কুয়াশা কেটে যায়। তাই বুধবার সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test