E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে প্রথম ধাপে ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন

২০১৬ ফেব্রুয়ারি ১৫ ১৭:৩৭:১৬
শিবচরে প্রথম ধাপে ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন

মাদারীপুর প্রতিনিধি : প্রথম ধাপে মাদারীপুরের শিবচরের ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে সোমবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দলীয় প্রার্থী চুড়ান্ত করতে শিবচর উজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা আওয়ামী লীগ সভপতি মো. সামসুদ্দিন খান।

প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক মেয়র আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ মুন্সী, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দুলাল চৌধুরি প্রমুখ।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রাহা জানান, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১শত জন মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এর মধ্যে ৮০টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এ সকল প্রার্থীদের মধ্য থেকে তৃণমূলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যানপ্রার্থী চুড়ান্ত করা হবে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি তৃনমূলের পক্ষ থেকে একক প্রার্থী চুড়ান্ত করে উপজেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করতে বলা হয়েছে। এতে ইউনিয়ন ব্যর্থ হলে শুক্রবার ১৯ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামী লীগের ১৫ সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় করবেন। মতবিনিময় শেষে ঐ ১৫ সদস্যের মনোনয়ন বোর্ড চুড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ প্রথম ধাপে সারাদেশের ইউপি নির্বাচনে মাদারীপুরের জেলার শিবচর উপজেলার ১৬টি ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে ইউনিয়নগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test