E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল

২০১৬ মার্চ ২৫ ১৩:৩১:২৭
বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল

বালিয়ান্দি(রাজবাড়ী)প্রতিনিধি:তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, ২০১৬ নির্বাচনের দিন ধার্য হবার কারণে বালিয়াকান্দির সাতটি ইউনিয়নের দলীয় মনোনয়নের দৌড়-ঝাঁপ শেষে এবার নির্বাচন পরিচালনার কৌশল নির্ধারনে ব্যস্ত বালিয়াকান্দির সাতটি ইউনিয়নের প্রার্থীরা।

বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের আহম্মদ আলী, বহরপুর ইউনিয়নের রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নের আবুল হোসেন, নারুয়া ইউনিয়নের মোঃ জহুরুল ইসলাম, বালিয়াকান্দি ইউনিয়নের নায়েব আলী, জঙ্গল ইউনিয়নের নৃপেন্দ্র নাথ বিশ্বাস এবং জামালপুর ইউনিয়নের এ কে এম ফরিদ হোসেন নৌকা প্রতীক মনোনয়ন পাবার কারণে দলীর বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

বালিয়াকান্দি নির্বাচন অফিসে সূত্রে জানা যায় প্রত্যেক ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে জোড় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। জামালপুর ইউনিয়নে নৌকা প্রতীকের বিপরীতে সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইউনুছ আলী সরদার এবং তাঁর আপন ভাই জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ সফিক সরদার নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়নপত্র ক্রয় করেছে। স্থানীয় এক নেতা না প্রকাশ না করার শর্তে উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন যদি কোন ভাবে এক জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয় তবে আরেক ভাই নির্বাচনে অংশগ্রহন করবেন।

জঙ্গল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যনের সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ক্ষীরোদ কুমার বসু মনোনয়ন পত্র সংগ্রহ করছে শক্ত অবস্থানে রয়েছে। দলীয় মনোনয়ন ঘোষণার দিনে জামালপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যানের জনসভা চলাকালে মনোনয়ন পাবার পর আওয়ামীলীগের আনন্দ মিছিলেন সময় দুপক্ষের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়।

জনসভা থেকে সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, যেকোন একজন দলীয় মনোনয়ন পাবে এটাই স্বাভাবিক কিন্তু আমার জনাসভার শেষ হবার পরে মিছিলটি করলে ভাল হত।

নির্বাচনকে কেন্দ্র করে গতকাল কমিউনিটি পুলিশিং সমাবেশে রাজবাড়ী পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোন অরাজকতা সহ্য করা হবে। পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবে।



(ডিবি/এস/মার্চ২৫,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test