E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাখী রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

২০১৬ এপ্রিল ৩০ ১৭:০০:১৭
পাখী রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

মাদারীপুর প্রতিনিধি : গত তিনদিন ধরে চলছে পাখী নিরাপদে থাকার জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর কাজ। মাদারীপুর ফ্রেন্ডস অভ নেচার নামের একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদের নিজ উদ্যোগে চলছে জীববৈচিত্র্য রক্ষার জন্য এই কাজ চলছে।

খোঁজ নিয়ে যায়, এখন বৈশাখ মাস। প্রাকৃতিক দুর্যোগের সময়। এসময় ঝড় বৃষ্টি হলে পাখীদের অনেক সমস্যা হয়। তাছাড়া প্রচণ্ড গরম। এতেও পাখীদের সমস্যা হয়। তাই এসব কথা চিন্তা করে পাখীর রক্ষা ও পাখীদের নিরাপদ আশ্রয়ের জন্য পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ নিজ উদ্যোগে পরিবেশ রক্ষার স্বার্থে পাখি রক্ষায় বিভিন্ন গাছে গাছে হাঁড়ি বসিয়ে দিয়েছেন। এখনও চলছে এই হাঁড়ি বসানোর কাজ।

প্রথম পর্যায়ে ফ্রেন্ডস অভ নেচারের নিজস্ব নার্সারীর গাছগুলোতে শতাধিক হাড়ি পরে পর্যায়ক্রমে শহর ও গ্রামের বিভিন্ন গাছে আরো এক হাজার হাঁড়ি বসানো হবে বলে জানা যায়।

ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, পাখীর নিরাপদ আশ্রয়, পাখী রক্ষা ও তাদের ডিম দেয়ার জন্য হাঁড়িগুলো বসানো হয়েছে। এতে ঝড়, বৃষ্টি, রোদ থেকে পাখীরা বাচবে। হাড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেয়া হয়েছে। এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্রগুলো দিয়ে পড়ে যাবে। তাছাড়া হাড়ির দুদিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। একদিক দিয়ে পাখী ঢুকলে আবার সোজা অপর মুখ দিয়ে বের হয়ে যেতে পারবে। এতে করে পাখীর হাঁড়ির মধ্যে ঢুকতে ও বের হতে কোন বাধা বা সমস্যা হবেনা। আশা করছি আগামী দু’মাসের মধ্যে শহর ও গ্রামে প্রায় এক হাজার হাঁড়ি বসানো হবে। এতে করে বিলুপ্ত প্রায় পাখীগুলো রক্ষা পাবে এবং হাড়িগুলোতে বাসা বেধে বংশ বিস্তার করতে পারবে।

গাছের পাশ দিয়ে হেটে যাবার সময় আইয়ুব আলী মোল্যা নামের সত্তুর বছরের এক পথচারী বলেন, বর্তমানে মানুষের প্রতি ভালোবাসায় দেখা যায়না। আর পাখীর প্রতি এমন ভালোবাসা। সত্যিই আমাদের অবাক করেছে।

মাদারীপুর শহর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মো. বাদল আহম্মেদ বলেন, পাখীর প্রতি এমন ভালোবাসার কথা শুনে সরেজমিনে দেখতে এলাম। সত্যিই দেখে মন ভরে গেলো। পাখীর জন্য কেউ এমন আয়োজন করে আমার জানা ছিলো না। এই সুন্দর কাজ দেখে অনেকেই উদ্বুদ্ধু হবেন বলে আমার বিশ্বাস।

(এএসএ/এএস/এপ্রলি ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test