E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

২০১৬ জুন ২২ ১৪:২৮:৪০
আগৈলঝাড়ায় উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-ম্যানেজিং কমিটির উপস্থিতিতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবরা অভিযোগে জানান, ওই বিদ্যালয়ের ২৬৬ জন ও নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ২৮০ জন শিক্ষার্থীদের মঙ্গলবার উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

সূত্র মতে, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ৬২০ টাকা, ৭ম ও ৮ম শ্রেণিতে ৭৭০টাকা এবং ৯ম ও ১০ম শ্রেণিতে ১০২০ টাকা করে দেয়ার কথা থাকলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন ফি’র নামে ও কর্মকর্তাদের আপ্যায়ন খরচ বাবদ উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে ১২০ থেকে ৪৫০টাকা আদায় করা হয়েছে।

অভিভাবক নারায়ন জয়ধর জানান, শিক্ষা অফিসার ও শিক্ষকদের এমন অনিয়মের প্রতিবাদ করলেই তাদের অনুগত সংঘবদ্ধ একটি মহল আমাদের উপর বিভিন্ন ভাবে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে।

এ ব্যাপারে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিক বিনা রশিদে টাকা নেয়ার সত্যতা স্বীকার করেলেও কোন কারণে নেয়া হচ্ছে তার কোন সদুত্তর দিতে পারেননি। স্কুলের অন্যান্য শিক্ষকরা টাকা নেয়ার কথা সদম্ভে স্বীকার করেছেন। নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার মধু বলেন, আমি অফিসের কাজে বাইরে ছিলাম। দ্বায়িত্বে ছিলেন সন্ধ্যা রানী ভক্ত। বিনা রশিদে টাকা নেয়া হলে সেটা অন্যায়। যদি নেয়া হয়ে তাকে অবশ্যই ওই শিক্ষার্থীদের অনতিবিলম্বে রশিদ দেয়ার ব্যবস্থা করবেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, টাকা রাখার কোন সরকারী নিয়ম নেই। তবে টাকা রাখলে এটা স্কুলের ব্যাপার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ জানান, এ ধরণের ঘটনা সম্পূর্ণ বেআইনী ও অপরাধমূলক। ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

(টিবি/এএস/জুন ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test