E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শেষ সময়ে জমে উঠছে ঈদের বাজার

২০১৬ জুলাই ০১ ১৫:০১:২৪
আগৈলঝাড়ায় শেষ সময়ে জমে উঠছে ঈদের বাজার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :ঈদুল ফিতর উপলক্ষে শেষ সময়ে কেনাকাটা জমে উঠেছে আগৈলঝাড়ায় হাট বাজারগুলোতে।

উপজেলা সদরের বিভিন্ন মার্কেট, বিপনি বিতান ও ফুটপাত সবখানেই এখন পোশাক ক্রেতাদের ভীর লক্ষনীয়। ব্যবসায়িরা জানান, কৃষি ভিত্তিক এলাকায় অধিকাংশ কৃষক ধান বিক্রি করে ঈদ বাজারের উপর নির্ভরশীল। ধানের বাজার মূল্য কম হওয়ায় এবার রমজানের প্রথম দিকে ঈদ বাজার তেমন না জমলেও শেষ সময়ে বাবা-মা, ছেলে, মেয়ে ও আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটায় ব্যস্ত। দেশী পোশাকের পাশাপাশি এবার মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে ভারতীয় থ্রিপিসের। এর মধ্যে ভারতীয়বেশ কিছু সিরিয়ালের জামা-কাপড় মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। তবে অন্য বছরের তুলনা এবছর দাম একটু বেশী বলে ক্রেতাদের অভিযোগ করেন। গতকাল শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, উপজেলা সদর বাজার, উপজেলার গৈলা বাজার, পয়সারহাট বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, সাহেবেরহাটসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভীর লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার। রেডিমেট গার্মেন্ট, জুতা, কসমেটিক ও ঈদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বিশেষ করে মার্কেটগুলোতে নারী ক্রেতাদের ভীর ছিল সবচেয়ে বেশী।



(টিবি/এস/জুলাই০১,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test