E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা শহর কালী মন্দিরে অনুপ্রবেশকারী ৪ যুবক শনাক্ত, আটক ৩

২০১৬ জুলাই ১২ ২২:৩১:৪৯
মাগুরা শহর কালী মন্দিরে অনুপ্রবেশকারী ৪ যুবক শনাক্ত, আটক ৩

মাাগুরা প্রতিনিধি :মাগুরা শহর কালী মন্দিরে অনুপ্রবেশকারী সন্দেহভাজন ৪ যুবককে শনাক্ত করে তিন যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাদের অটক করে।

অাটকরা হচ্ছে, মাগুরা সদরের কাশিনাথপুর গ্রামের কেরামত মোল্লার পুত্র সুমন আহম্মেদ (২৫), সদর উপজেলার রায়গ্রামের ওহাব মোল্লার পুত্র শাহাবউদ্দিন (২০) ও শহরের পারলা বেলতলা এলাকার আকাশ (২২)। শনাক্ত হওয়া অপর যুবক সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাবুল লস্করের পুত্র শাহাব উদ্দিন লস্কর (২০)।

আটককৃতদের মধ্যে সুমন সদরের আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস পদে চাকুরীরত, আকাশ বেকারী ব্যসায়ী, শাহাবুদ্দিন ও সনাক্ত হওয়া অপর যুবক সাহাব উদ্দিন লস্কর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসির ছাত্র।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ কালিমন্দিরে অনুপ্রবেশকারী সুমন আহম্মেদকে সনাক্ত করে রাত ৮ টার দিকে তার নিজ গ্রাম থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর তিন যুবককে সনাক্ত করে মাগুরা শহরের জামরুলতলা এলাকা থেকে সাড়ে ৮ টার দিকে অপর দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে সে তার অসুস্থ মায়ের জন্য কালি মন্দিরের পুরোহিতের কাছে তদবির আনতে গিয়েছিলো।

অাটকদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য সোমবার রাতে পায়জামা-পান্জাবী পরা ও মুখে দাড়িয়ালা ব্যাগ হাতে সন্দেভাজন এক যুবক মাগুরা শহরের কেন্দ্রিয় কালিবাড়িতে প্রবেশ করে। এ সময় তার সাথে আসা অপর তিন সঙ্গী মন্দিরের বাইরে অবস্থান করছিলো। মন্দিরের ভেতরে ঢোকা সন্দেহভাজন ওই যুবক তাবিজ ও তদবির নেওয়ার কথা বলে মন্দিরের সামনে থাকা সমর কুমার নামে স্থানীয় এক দর্শনার্থীর কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোঁজ-খবর নিতে থাকে। যা শহরবাসীর মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি হয়।পুলিশ ওই যুবকদের আটককে বিরতিহীন অভিযানে নামে।





(ডিসি/এস/জুলাই১২,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test