E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বাস্থ্যমন্ত্রী আসছেন বলে খালি ঢামেকের ফুটপাত!

২০১৪ জুন ০৯ ১২:৫৩:৫১
স্বাস্থ্যমন্ত্রী আসছেন বলে খালি ঢামেকের ফুটপাত!

স্টাফ রিপোর্টার : জরুরি বিভাগের পঞ্চম তলায় ফেস্টুলা ওয়ার্ড উদ্বোধন করতে সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসবেন।

তার আগমনকে কেন্দ্র করে ঢামেকে বিস্ময়কর সাজগোজের পাশাপাশি সরিয়ে নেওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের সামনের সব দোকানপাট।

সোমবার বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী আসবেন বলে সকাল থেকেই অস্বাস্থ্যকর এ সব ভাতের ও টং দোকান সরিয়ে নেওয়ার কাজ চলছে ঢামেক জরুরি বিভাগের সম্মুখের রাস্তায়।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রী আসছেন, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি বিভাগের সামনে থাকা অস্বাস্থ্যকর ভাতের ও টং দোকানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। কেননা মন্ত্রী এর আগে হাসপাতালে এসে এসব অস্বাস্থ্যকর দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছিলেন।

মন্ত্রী চলে গেলে আবার সন্ধ্যা থেকে এখানে দোকান বসে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মন্ত্রীর আগমন উপলক্ষে ঢামেকের জরুরি বিভাগের চারপাশও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগের পঞ্চম তলায় ফেস্টুলা ওয়ার্ড উদ্বোধন ও পরিদর্শন করবেন মন্ত্রী। তার আগমনে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test