E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিকল্প জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আহ্বান

২০১৪ জুন ০৯ ১৫:০৯:৪৯
বিকল্প জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আহ্বান

স্টাফ রিপোর্টার : বিকল্প জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, দেশে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। এজন্য বিকল্প জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।

সোমবার বেলা ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) চেম্বার মিলনায়তনে ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটিতে এবারের প্রতিপ্রাদ্য বিষয় ‘অ্যাক্রেডিটেশন: শক্তি সংস্থানের নিশ্চয়তা’।

সেমিনারে নতুন ৪টি পরীক্ষণ প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সদন প্রদান করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও ডিসিসিআই যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, শক্তির পরিমাপ, উৎপাদন, পরিবহন, ব্যবহার ও বিতরণের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তি অ্যাক্রেডিটেড হওয়া প্রয়োজন। অ্যাক্রেডিটেড বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার করলে একদিনে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে অন্যদিকে দুর্ঘটনাও এড়ানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, উৎপাদিত বৈদ্যুতিক পণ্য ও যন্ত্রপাতি অ্যাক্রেডিটেশন হলে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব। ফলে দেশে বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদনের নতুন শিল্পখাত সৃষ্টি হবে।

দেশে বিদ্যুতের একটি বড় অংশ সিস্টেম লস হিসেবে অপচয় হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জ্বালানি দক্ষ বৈদ্যুতিক যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার করলে সহজেই এ সিস্টেম লস কমিয়ে আনা সম্ভব। আর জ্বালানি দক্ষ যন্ত্রপাতি তৈরির জন্য সুনির্দিষ্ট পরিমাপ অনুসরণ ও আন্তর্জাতিক স্বীকৃত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বাংলাদেশ আ্যাক্রেডিটেশন বোর্ডকে (বিএবি) জ্বালানি দক্ষ ও জ্বালানি সাশ্রয়ী অ্যাক্রেডিটেড বৈদ্যুতিক পণ্য ব্যবহারের বিষয়ে জনগণ ও শিল্প উদ্যোক্তাদের সচেতন করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রয়োজনে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন করতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহ বলেন, ইতোপূর্বে দেশে ১৫টি জাতীয় ও বহুজাতিক পরীক্ষণ প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করা হয়েছে। নতুন ৪টি সহ বর্তমানে দেশে ১৯টি প্রতিষ্ঠান অ্যাক্রেডিটেশন সনদ লাভ করেছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান প্রফেসর ড. আলতাফ হোসেন। এতে আরও বক্তব্য রাখেন, ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, বিএবির মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ প্রম‍ুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহিদ হাসান মাহমুদ।

অনুষ্ঠান শেষে বিএবি ৪টি পরীক্ষণ প্রতিষ্ঠানকে সনদ প্রদান করে। সনদপ্রাপ্ত প্রতিষ্ঠনগুলো হলো-ব্যুরো ভেরাইটিজ কনজুমারস প্রোডাক্ট সার্ভিসেস বাংলাদেশ লিমিডেট, নেসলে বাংলাদেশের শ্রীপুর কিউএ ল্যাবরেটরি, ফিস ইনসেপশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি চট্টগ্রাম, ফিস ইনসেপশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি খুলনা।


(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test