E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে ভাঙন প্রতিরোধ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

২০১৬ জুলাই ২৬ ১৫:১৫:১৬
কালিহাতীতে ভাঙন প্রতিরোধ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লৌহজং নদীর উপর অস্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা যায়, এলেঙ্গা বাজারের সন্নিকটে বাশীতে নদী ভাঙনের ফলে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অধীনে মেসার্স একরামুল হক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওই প্রকল্পের কাজ শুরু করেছে। তারা ওই প্রকল্পে বালি ও সিমেন্ট আনুপাতিক হারে ৮:১ মিশ্রনের কথা থাকলেও মূলত ২৪:১ হারে মিশ্রিত করে বস্তা ভর্তি করছে। এভাবে মিশ্রণের ফলে ওই বালি মোটেও জমাট বাধবে না।

এ কারণে সরকারের ওই প্রকল্পে কোন সুফল আসবে না বলে মনে করেন এলাকাবাসী। ৪২লাখ টাকা ব্যয়ে পিংনা জোকারচর ভাঙন প্রতিরোধ প্রকল্পের আওতায় বাশি গ্রামে অস্থায়ী প্রতিরক্ষা বাধ নির্মাণ প্রকল্পটি সরকারী অর্থ অপচয়ে পরিণত হবে বলেও মনে করেন স্থানীয় সচেতন মহল। সরেজমিন গিয়ে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান ওই কাজে ব্যাপক অনিয়ম করলেও তারা স্থানীয়দের কোন পাত্তা দিচ্ছে না।

এ ব্যাপারে পাউবো টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শাজাহান সিরাজ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রকল্পে কোন প্রকার অনিয়ম হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

(আরকেবি/এএস/জুলাই ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test