E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ

২০১৬ আগস্ট ০১ ১৬:০১:১৪
চট্টগ্রামে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে নগরীর মেহেদিবাগ ও অলংকার মোড় থেকে ১১ কোটি টাকা দামের গাড়ি দুটি আটক করা হয়।

গোয়েন্দা অধিদফতরের নিজস্ব ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রথমে নগরীর মেহেদিবাগ এলাকা হতে একটি রেঞ্জ রোভার গাড়ি আটক করা হয়। ২০০২ মডেলের ৪৬০০ সিসি ক্ষমতাসম্পন্ন গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

এছাড়া নগরীর অলংকার মোড়ের নিকট একটি পেট্রল পাম্প হতে অপর একটি গাড়ি উদ্ধার করা হয়। ৪৫০০ সিসির ২০০৪ মডেলের এই পোরশে গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা ।

জব্দের সময় মালিক এবং প্রতিনিধি কেউই গাড়ির বৈধ রেজিস্ট্রেশন এবং আমদানি সংক্রান্ত কোন দলিল দেখাতে পারেননি। শুল্ক গোয়েন্দারা ধারণা করছেন গাড়ি দুটি কারনেটের মাধ্যমে বিনা শুল্কে আমদানি করা হয়েছে।

এ ঘটনায় পৃথক মামলায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শুল্ক গোয়েন্দা অধিদফতরের ফেসবুক পেজে বলা হয়।

উল্লেখ্য, একজন বিদেশি পর্যটক বাংলাদেশে নির্দিষ্ট সময়ের জন্য কোনো প্রকার শুল্ক ছাড়াই একটি গাড়ি আনতে পারেন। তবে সময়মত সেটি ফেরত না নিলে জরিমানাসহ নির্দিষ্ট হারে শুল্ক পরিশোধ করতে হয়।

(ওএস/এএস/আগস্ট ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test