E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ

২০১৬ আগস্ট ০২ ১৭:৪০:১০
মাদারীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ

মাদারীপুর প্রতিনিধি : দেশের চলমান সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকান্ড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস।

এসময় তিনি সমগ্র জেলায় বিতরণের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের কাছে লিফলেট বিতরণ করেন।

জেলার বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষে লিফলেট গ্রহণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার গণের পক্ষে লিফলেট গ্রহণ করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শফিউর রহমান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণের জন্য লিফলেট গ্রহণ করেন জেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম এবং মাদারীপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপার মহাদেব ব্যানার্জী।

অন্যদের মধ্যে লিফলেট গ্রহণ করেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়ন্তী রুপা রায়, মাদারীপুর জেলার প্রবীণ সাংবাদিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. শাহজাহান খান, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সুবল দাস প্রমুখ।

লিফলেট বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বাবর আলী মীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালেদ মোহাম্মাদ জাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন, জেলা তথ্য অফিসার দীপংকর বর প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক দেশের চলমান সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকান্ড প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

জেলা তথ্য অফিসার দীপংকর বর জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সকল উপজেলা, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকার স্বীকৃত বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন জনবহুল স্থান সমূহে লিফলেট বিতরণ করা হবে।

(এএসএ/এএস/আগস্ট ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test