E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে  পর্যটকের কাছ থেকে পুলিশের চাঁদা

২০১৬ আগস্ট ০৮ ১৩:৪০:২৮
নোয়াখালীতে  পর্যটকের কাছ থেকে পুলিশের চাঁদা

মোঃ ইমাম উদ্দীন সুমন, নোয়াখালী :  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে আসা পর্যটকদের একটি মোটরসাইকেল থামিয়ে বিভিন্নভাবে হয়রানীর করে পুলিশ চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পরে সেই টাকা পুলিশ বিকাশের মাধ্যমে ফেরত দিয়েছে বলে জানা গেছে।রবিবার বিকেলে মুছাপুর রেগুলেটর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রাম থেকে আসা পর্যটক জোবায়ের হোসেন জানান, বিকেল ৩টার দিকে ভ্রমণের জন্য মুছাপুর ক্লোজায় যাওয়ার পথে কোম্পানীগঞ্জ থানার এসআই অজয় বড়ুয়া তাদের মোটরসাইকেলর গতিরোধ করে গাড়ীটি আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।

পরে তারা বিষয়টি তাদের এক সাংবাদিক বড় ভাইকে জানালে তিনি এসআই অজয়ের সাথে কথা বললে তিনি ওসি সাহেবের সাথে কথা বলতে বলেন। ওই সাংবাদিক ওসিকে বিষয়টি অবগত করলে তিনি দেখছেন বলেন। এরপরও এসআই অজয় ২ হাজার টাকা নিয়ে মোটর সাইকেল ছেড়ে দেন।

পরে এ ঘটনায় নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত করলে জোবায়েরকে টাকা ফেরত দেয়ার জন্য বিকাশ নাম্বার চান এসআই অজয়। পরে জোবায়ের তাকে বিকাশ নাম্বার দিলে তিনি ওই টাকা ফেরত দেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ রকম অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ আসলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

(আইইউএস/এস/আগস্ট০৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test