E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে বন্যার পানি কমলেও বেড়েছে নদী ভাঙ্গণ

২০১৬ আগস্ট ০৮ ১৮:৪৫:২৯
শিবচরে বন্যার পানি কমলেও বেড়েছে নদী ভাঙ্গণ

মাদারীপুর প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি ২০ সে.মি. কমে এখনো বিপদসীমার ৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমার সাথে সাথে নদী ভাঙ্গণ বেড়েছে।

এরই মধ্যে পদ্মা নদীর চরাঞ্চল চরজানাজাত ইউনিয়নের ৩০নং পূর্ব খাসচর বন্দরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে।
এছাড়া কাঠালবাড়ি ইউনিয়নের কাউলিবেড়া মাদ্রাসাও ভাঙ্গণ কবলিত হয়েছে। রোপা আমন, পাট, শাক সবজিসহ প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর ফসলের মাঠই পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মা ও আড়িয়াল খা নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে এ পর্যন্ত ৫ ইউনিয়নের প্রায় ৪ শতাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দুপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি বন্যা ও নদী ভাঙ্গণ কবলিত চরজানাজাত ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করেন।

অপরদিকে একই দিন স্থানীয় সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরীর উদ্যোগে নদী ভাঙ্গণ কবলিতদের মাঝে উপজেলা আওয়ামী লীগ নগদ ৫ লাখ টাকা ও আড়াই শশ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। এর আগে দূর্গতদের মাঝে প্রায় ৪১ মে.টন চাল, ৩ লাখ টাকার শুকনো খাবার, নগদ ১ লাখ টাকা বিতরণ হয়েছে। এছাড়া সংসদ সদস্যের নির্দেশে শিবচর উপজেলা আওয়ামী লীগ প্রায় ৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করছে।

(এএসএ/এএস/আগস্ট ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test