E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাওড়াকান্দি-শিমুলিয়ায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যহত

২০১৬ আগস্ট ০৮ ১৮:৫৪:৩৫
কাওড়াকান্দি-শিমুলিয়ায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যহত

মাদারীপুর প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট বন্ধ থাকায় মাদারীপুরের শিবচর-শিমুলিয়া নৌরুট হয়ে যানাবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। 

তবে পদ্মা নদীতে তীব্র স্রোত অব্যাহত থাকায় ও দ্রুত পানি কমে নাব্যতা সংকট দেখা দেয়ায় যানবাহনের বাড়তি চাপ নিতে পারছে না এ নৌরুটটি। কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজটের আটকে আছে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহণ।

ঘাট সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় রুটটিতে ২০ সে.মি. পানি কমে নাব্যতা সংকট প্রকট রুপ ধারণ করছে। ফলে এ রুটের চলমান ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে পারাপার হচ্ছে। তীব্র স্রোতের কারণে পারাপারেও অধিক সময় ব্যয় হচ্ছে। এতে করে বিকল্প এ রুটে এসে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত কাওড়াকান্দি ঘাটে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট ম্যানেজার আ. ছালাম মিয়া বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট বন্ধ ও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি পারাপারেও অধিক সময় ব্যয় হচ্ছে। এ কারণে কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

(এএসএ/এএস/আগস্ট ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test