E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছে'

২০১৬ আগস্ট ১৮ ২১:৫৫:৫৩
'খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছে'

শরীয়তপুর প্রতিনিধি :বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি,এম মোজাম্মেল হক বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছে। ২০০৪ সালের ২১ আগষ্টের গ্রেনেড হামলা ও ২০০৫ সালের ১৭ আগষ্ট সারা দেশে একযোগে ৬৩টি জেলায় পাঁচ শতাধিক সিরিজ বোমা হামলা আর ২০১৩ সাল থেকে ২০১৫ সারের মার্চ মাস পর্যন্ত পেট্রোল বোমার আগুনে পুড়িয়ে শত শত নিরীহ মানুষ হত্যার মধ্য দিয়েই দেশে প্রমাণিত হয়েছে খালেদার নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা পবিত্র এই স্বাধীন দেশে জঙ্গীবাদ মাথাচারা দিচ্ছে।

মুজিব তনয়া দেশ রত্ন শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে আমরা দেশ থেকে মানবতা বিরোধী অপশক্তি রাজাকার-জঙ্গীবাদের মূলৎপাটন করবো ইনশ্ আল্লাহ।

বৃহস্পতিবার দুপুর ২ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শোক সভা ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এসময় অন্যান্যদর সাথে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, তরুন আওয়ামীলীগ নেতা নুরুল আমিন কোতোয়াল, মাষ্টার জি,এম নুরুল হক, আওয়ামীলীগ নেত্রী জিনাত হাবিব, আ‘লীগ নেতা আলমগীর হোসেন হাওলাদার, আবু তালেব চৌকিদার, শ্রমিক নেতা ফারুক আহমেদ চৌকিদার, আলী আজম মাদবর, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামীলীগসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

সাংসদ বি,এম মোজাম্মেল হক আরো বলেন, ৭১ এর পরাজিত শক্তিই জাতির জনককে ৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে নির্মমভাবে হত্যার পরিকল্পনা করেছিল। আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে খুনি মোশতাক আর খালেদা জিয়ার প্রয়াত স্বামী জিয়াউর রহমান গং। ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আবার পাকিস্তানের কাছে তুলে দিবে। কিন্তু আল্লার অশেষ মেহেরবানীতে সেদিনের নিকৃষ্টতম হত্যাজজ্ঞ থেকে বেঁচে যাওয়া জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবারো পুনর্জীবন লাভ করেছে। বিপন্নপ্রায় দেশের স্বাধীনতা তার নিজ বলয়ে ফিরে এসেছে। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের বুকে একটি সমৃদ্ধ সফল রাষ্ট্র হিসেবে আমার প্রিয় জন্মভূমি আজ মাথা উচুঁ করে দাড়িয়েছে। মোজম্মেল হক বলেন, আগষ্ট মাসকেই খালেদা জিয়ারা এদশের সর্বনাশের মাস হিসেবে বেছে নিয়েছে। তাই, ১৯৭৫ ও ২০০৪ সালের আগষ্ট মাসেই ওরা দেশের সবচেয়ে ভয়াবহতম হত্যাজজ্ঞ সংগঠিত করেছে।

তিনি বলেন, শত ষড়যন্ত্রের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস করে নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু বাস্তবায়ন করছেন। দেশের শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি, শিল্প, বনিজ্য সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছেন। ২০২১ সালের আগেই বাংলাদেশকে তিনি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিনত করবেন এবং ২০৪০ সালের অনেক আগেই এ দেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে নাম লেখাতে সক্ষমতা অর্জণ করবে। মোজাম্মেল হক শরীয়তপুরের সর্বস্তরের মানুষকে জঙ্গীনেত্রী খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জামাত-বিএনপি জোটের যে কোন ষড়যন্ত্র ও নাশকতামূলক অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহবান জানান।

একই উপলক্ষ্যে শৌলপাড়া ইউনিয়নের কর্মসূচির পরে বিকেল ৪ টায় ডোমসার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ডোমসার বাজারে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বি,এম মোজাম্মেল হক এমপি। গত ১২ আগষ্ট থেকে শরীয়তপুর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকছেন মোজাম্মেল হকসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এনামূল হক শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুল রহমান খোকা শিকদা, সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। ইতিপূর্বে চিকন্দী ইউনিয়ন, পালং ইউনিয়ন, শরীয়তপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড, আঙ্গারিয়া ইউনিয়ন, চিতলিয়া ইউনিয়ন ও জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক সভা সম্পন্ন করা হয়েছে।





(কেএনআই/এস/আগস্ট১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test