E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ফুটবল প্রতিভা অন্বেষণে ডিএফএ’র ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প

২০১৬ আগস্ট ২০ ২০:১২:৩৫
শেরপুরে ফুটবল প্রতিভা অন্বেষণে ডিএফএ’র ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প

শেরপুর প্রতিনিধি :ফুটবল প্রতিভা অন্বেষণে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন নিজস্ব ব্যবস্থাপনায় ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ চালু করেছে। ১৯ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী এ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।

এসময় ডিএফএ সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডিএসএ সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, জেলা ক্রীড়া অফিসার ও ডিএফএ কর্মকর্তাবৃন্দ।

ডিএফএ সভাপতি মানিক দত্ত জানান, আগামী দিনের ফুটবলার তৈরীর লক্ষ্যে শেরপুর ডিএফএ নিজস্ব উদ্যোগে এ প্রতিভা অন্বেষণ কর্মসূচী শুরু করেছে। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে অনুর্ধ্ব-১২ বছর বয়সী ১৫ জন ও অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ২০ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করছে। ১৩০ জন ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে এদের বাছাই করে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চারজন প্রশিক্ষণপ্রাপ্ত কোচ এসব ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ পরিচালনা করছেন। আমরা আশা করছি, এদের মধ্য থেকে আমরা বয়সভিত্তিক দলের জন্য কিছু ভালোমানের ফুটবলার তৈরী করতে পারবো। এরপর আমরা মেয়েদের ফুটবল প্রশিক্ষণও করার আশা রাখছি।











(এইচবি/এস/আগস্ট ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test