E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাজিরায় ঘুর্ণিঝড়ে শতাধিক বসত বাড়ি লনডভন্ড

২০১৬ আগস্ট ২১ ২০:২৭:০২
জাজিরায় ঘুর্ণিঝড়ে শতাধিক বসত বাড়ি লনডভন্ড

শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন এলাকায় আকষ্মিক ঘুর্ণিঝড়ে অন্তত ১ শত ২০টি বসত বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। রবিবার সকাল পৌনে ১১টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে আকাশে হঠাৎ কালো মেঘ করে এ ঘুর্ণিঝড়ের সৃষ্টি হয়।

এ ঘটনার পর দুপুর ১ টার দিকে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।ক্ষতিগ্রস্থ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সকল সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করা হবে বলে জানান সাংসদ মোজাম্মেল হক। এদিকে সকাল ১০ টার পর থেকে শরীয়তপুরের থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য মঙ্গল মাঝিরঘাট-শিমুলিয়া নৌ রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী।

সরেজমিন পরিদর্শণ করে জানা যায়, রবিবার ভোর ৩টা থেকে মুষলধারে বৃষ্টি হতে থাকে। প্রবল বৃষ্টির মধ্যে বেলা পৌনে ১১টার দিকে আকাশে কালো মেঘ জমে এলাকায় অন্ধকার নেমে আসে। এর মধ্যে শুরু হয় ঘুর্ণিঝড়। মাত্র কয়েক মিনিটের ঘুর্ণিঝড়ে পূর্ব নাওডোবার মোসলেম মাদবরের বাড়ি থেকে পদ্মা সেতু নির্মাণ এলাকায় স্থাপিত সেনা ক্যাম্প পর্যন্ত প্রায় ৭০টি পরিবারের ১ শত ২০ টির মত বসত ঘর বিধ্বস্ত হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

আকষ্মিক এই ঝড়ে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্য বি, এম মোজাম্মেল হক, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লালচান মাদবরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মনির মাদবর, আবুজাল মিয়া, লতিফ মাদবর, মতি মাদবর , মানিক বেপারী, রানু বেগম, শেহের আলী, ইলিয়াস খলিফা, মোচন হাওলাদার, ঈমান মাদবর, মালেক মাদবর, আজিজ মাদবর, বাদশা মাদবর, দুলু খলিফা, শিরিন সুলতানা, শাহানাজ আক্তার ও মোশারফ মাদবর বলেন, হঠাৎ করে এই তুফান এসে আমাদের ঘর সংসার সব কিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে। অল্পের কারনে অনেকের জীবন রক্ষা হয়েছে। এখন আমাদের মাথা গোজার আর ঠাঁই নেই। এমনিতেই গত ২০ ঘন্টা যাবৎ বৃষ্টি থামছে না। আমরা পরিবারের সদস্যদের নিয়ে খুবই সমস্যায় পরেছি। আমাদের জরুরী সাহায্যের দরকার।

ঢকা-শরীয়তপুরের মঙ্গল মাঝির ঘাটের ইজারাদার মোখলেছুর রহমান মাদবর বলেন, সকাল থেকেই দূর্যোগপূর্ন আবহাওয়ার সাথে মুষলধারে বৃষ্টির হচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে ঝড়ো হাওয়া বইতে থাকে। ঝড়ের গতি বাড়তে থাকায় মঙ্গল মাঝির ঘাটের সাথে শিমুলিয়া রুটে লঞ্চ, ট্রলার ও স্পীড বোট চলাচল বন্ধ রাখা হয়েছে ।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি, এম মোজাম্মেল হক বলেন, আকষ্মিক ঝড়ে আমার এলাকার শতাধিক বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকারের সহায়তা প্রদান করা হবে।








(কেএনআই/এস/আগস্ট২১,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test