E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে বৃক্ষ রোপণ অভিযান ও সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

২০১৬ আগস্ট ২২ ১৭:২২:৩৫
শরীয়তপুরে বৃক্ষ রোপণ অভিযান ও সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহ ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলেক্ষ্য ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর সদর উপজেলা চত্বরে এসে মিলিত হয়।

র‌্যালী শেষে বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উদ্ভোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক। উদ্বোধনী পর্ব শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। এ ছারাও পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুস সামাদ। সোমবার থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে আগামী ২৭ আগষ্ট শনিবার পর্যন্ত।

মেলায় প্রায় ৫০টি স্টল বসেছে। স্টল গুলোতে দেশী-বিদেশী মিলিয়ে অন্তত শতাধিক জাতের ফলের গাছের চাড়া পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই মেলা।

(কেএনআই/এএস/আগস্ট ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test