E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রঊফ আজিজ চ্যাম্পিয়ন বেলায়েত রানারআপ

২০১৬ সেপ্টেম্বর ০৩ ১১:৫৫:৫৫
শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রঊফ আজিজ চ্যাম্পিয়ন বেলায়েত রানারআপ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে দাবা প্রতিযোগিতা-২০১৬ চ্যাম্পিয়ন হয়েছেন সদর উপজেলার আব্দুর রউফ আজিজ এবং রানারআপ হয়েছেন শ্রীবরদীর বেলায়েত হোসেন। চুড়ান্তপর্বে ৯ রাউন্ডের খেলায় সর্বোচ্চ ৮ পয়েন্ট অর্জন করে রউফ আজিজ এবারের শিরাপা লাভ করেন।

এনিয়ে তিনি পরপর চারবার সহ ৬ বার চ্যাম্পিয়ন হলেন। চ্যাম্পিয়ন হওয়ায় রউফ আজিজ বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত ৪২ তম জাতীয় বাছাই দাবা বি-চ্যাম্পিয়নশীপে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে এবারের দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

এদিকে, তিন দাবাড়– সদরের মো. শাহজাহান, শ্রীবরদীর বেলায়েত ও পুলিশের এসআই সজীব খানের পয়েন্ট সমান ৬ হলে প্লে অব ম্যাচে বেলায়েত হোসেন রানারআপ হন। দ্বিতীয় পর্বে অংশগ্রহনকারী ১০ জন দাবাড়–র মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী প্রথম ৫ জন আগামী বছর চুড়ান্তপর্বে খেলার সুযোগ পাবেন। চ্যাম্পিয়ন-রানারআপ ছাড়া অন্যরা হলেন-মো. শাহজাহান (৩য়), এসআই সজীব খান (৪র্থ) ও সাড়ে ৫ পয়েন্টধারী নকলার সোহেল রানা (৫ম)।
জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সম্পাদক হাকিম বাবুল জানান, তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এবারের দাবা প্রতিযোগিতায় জেলার ৩৫ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রাথমিক বাছাই পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলা শেষে চুড়ান্ত পর্বে ১০ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।







(এইচবি/এস/সেপ্টেম্বর০৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test