E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাসিরনগরে হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

২০১৬ নভেম্বর ০৯ ২০:৫৯:৩৮
নাসিরনগরে হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাগানবাড়ি পুজা মন্দির কমিটি, শ্রীশ্রী কালিবাড়ি আশ্রম কমিটির যৌথ উদ্যাগে বুধবার (৯ নভেম্বর/১৬) ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপি রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকীর গ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোর্শেদুল হাসান খান, মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ননী গোপাল দত্ত, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি কানাই লাল দাস, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, পুর্বধলার দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি তিলক রায় টুলু, সমীরণ সাহা, অনীল সাহা, স্বপন কুমার এস, চন্দন এস, ডাঃ রনজিত ঘোষ, দেবব্রত সরকার, যতিন্দ্র বর্মন, লিটন দেবনাথ, শংকর ঘোষ পিলু প্রমুখ।




(এসআইএম/এস/নভেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test