E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

২০১৬ নভেম্বর ২৬ ১৫:৩০:২১
বাগেরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটের রামপালে নাশকতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামী মো. আসাদুজ্জামান (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মো. আসাদুজ্জামান বর্তমানে রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি। এরআগে তিনি ইসলামী ছাত্র শিবিরের উপজেলার সভাপতি ছিলেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, গত ১৪ অক্টোবর রামপাল উপজেলার কুমলাই গ্রামে জামায়াত নেতা মো. আসাদুজ্জামানের নের্তৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী এলাকায় নাশকতা চালিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বৈঠক করে। ওই সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দু’জনকে বিষ্ফোরকদ্রব্যসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় মো. আসাদুজ্জামানসহ ১৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামার বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে।

এরপর মো. আসাদুজ্জামান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। শনিবার ভোরে রামপাল শ্রীফলতলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।







(এসএকে/এস/নভেম্বর২৬,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test