E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযোদ্ধাকে ইউপি চেয়ারম্যানের মারপিট, বিক্ষোভে উত্তাল মোড়েলগঞ্জ

২০১৬ নভেম্বর ২৬ ১৭:২১:৪৭
মুক্তিযোদ্ধাকে ইউপি চেয়ারম্যানের মারপিট, বিক্ষোভে উত্তাল মোড়েলগঞ্জ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহটে মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে মারধরের ঘটনায় নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম বাচ্চুকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বাগেরহাটের  মোড়েলগঞ্জ।

ইউপি চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবিতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এবার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। গত পাঁচ দিন ধরে চলছে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন। শনিবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী খান, মোড়েলগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুল হক তালুকদার, আওয়ামী লীগ নেতা রবিন দত্ত, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মোকাম্মেল ফকির, গফ্ফার সুবেদার প্রমুখ তাদের বক্তব্যে মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু গত ৫ দিনেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা ইউপি চেয়ারম্যান বাচ্চুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের আল্টিমেটামসহ বিজয় দিবসের সকল সরকারী অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জন করবে বলে ঘোষনা দেয়। একই সাথে বাচ্চুকে দলীয় ও চেয়ারম্যান পদ থেকে বহিস্কারের দাবি জানান বক্তারা।

গত সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা বাজারে দলীয় অফিসে ডেকে নিয়ে মক্তিযোদ্ধা আশরাফ আলীকে মারপিট করে আহত করে। এঘটনার পর মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসে। জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ তার ক্যাডার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবিতে শুরু হয় লাগাতর আন্দোলন। আহত মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী এখনও মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহতের ঘটনায় তার ছেলে ছেলে রাসেল হাওলাদার বাদি হয়ে মঙ্গলবার চেয়ারম্যান বাচ্চুসহ তার ক্যাডার বাহিনীর আরো ১৫জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ ওই মামলার আসামী জামাল নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার বাগেরহাট শহর থেকে গ্রেপ্তার করে। পলাতক রয়েছে প্রধান আসামী আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাচ্চুসহ তার ক্যাডার বাহিনীর অন্য ১৪ সদস্য।

(একে/এএস/নভেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test